Deepika Padukone: পর্দার আড়ালে এক ‘ভিন্ন’ দীপিকা! স্বামী রণবীরও পারলেন না চোখ ফেরাতে
গুরু পূর্ণিমার দিন তাঁর নতুন ছবির শুটিং শুরু করলেন দীপিকা। নাগ অশ্বিন পরিচালিত অমিতাভ বচ্চন অভিনীত 'প্রজেক্ট কে' ছবির কাজ শুরু হল হায়দ্রাবাদে।
সাদা-কালো ছবি। পর্দার আড়ালে দাঁড়িয়ে অভিনেত্রী। ছায়া এসেছে পড়েছে সামনে। মোনোক্রোম ছবিতে দেখা যাচ্ছে হালকা আবছায়ায় দাঁড়িয়ে দীপিকা পাড়ুকোন। ছবিতে রয়েছে যে এফেক্টটি স্পষ্ট তার নাম ‘চায়ারস্করো’। এমনই এক ছবি ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করলেন দীপিকা। ছবিতে ক্যাপশনে দেওয়া এক অর্ধচন্দ্র এক ইমোটিকন। অভিনেত্রীর স্বামী এবং অভিনেতা রণবীর সিং এমন ছবি দেখে নিজেকে কমেন্ট করা থেকে বিরত রাখতে পারেননি। তিনি লেখেন ‘চমৎকার’!
শুধু রণবীরই নন। অভিনেত্রীর ভক্তরা দীপিকার ছবিতে অনেকগুলি হার্ট এবং পায়ার ইমোজি পোস্ট করেছেন। একজন লিখেছেন, ‘এত সুন্দর’। অন্যজন লেখেন, “আপনি আমার হৃদয়।’ তৃতীয়জন লেখেন, ‘অন্ধকার দিনে রোদ।’
View this post on Instagram
গুরু পূর্ণিমার দিন তাঁর নতুন ছবির শুটিং শুরু করলেন দীপিকা। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে পড়েছে নাগ অশ্বিন পরিচালিত অমিতাভ বচ্চন অভিনীত ‘প্রজেক্ট কে’ ছবির সেট। ছবিতে রয়েছেন দক্ষিণী অভিনেতা প্রভাসও। শুটিংয়ের প্রথম দিনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোন। সেটে তাঁর অভিজ্ঞতার কথা লিখেছেন ক্যাপশনে। ‘প্রোজেক্ট কের প্রথম দিন। আমার সামনে কী ঘটতে চলেছে তার জন্য আমি একেবারে শিহরিত…’। গত একবছর ধরে এই সাইফাই ছবির প্রি-প্রোডাকশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অশ্বিন। বলা হচ্ছে, ভারতীয় সিনেমার ইতিহাসে এটি অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে।
View this post on Instagram
ব্যাক টু ব্যাক শুটিংয়ের সঙ্গে সঙ্গে, দীপিকা তাঁর ফাউন্ডেশন ‘লিভলাভলাফ’ এবং ‘দ্য দীপিকা পাড়ুকোন ক্লোসেট’ এর মাধ্যমে কোভিড মহামারীর ফ্রন্টলাইন কর্মীদের সহায়তা করার জন্যও কাজ করে চলেছেন। নাগ অশ্বিনের প্যান-ইন্ডিয়া প্রভাস অভিনীত ছবি, ‘দ্য ইন্টার্ন’ রিমেক, ‘মহাভারত’, ‘ফাইটার’ এবং ‘এইট্টি থ্রি’র পাশাপাশি ‘পাঠান’ এবং শকুন বত্রার পরের ছবি দীপিকার পাইপলাইনে রয়েছে।
আরও পড়ুন কখনও সবুজ মাঠে, কখনও শহরের কোণে বসে রয়েছেন অনুষ্কা! কে তুলে দিচ্ছেন ক্যানডিড সব ছবি?