Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolly Gossip: চুমু তো ডান হাতের খেলা, ‘বাঁ হাত দিয়ে আমি…’, এ কী বললেন ধর্মেন্দ্র!

RRKPK: 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির একটি দৃশ্য নিয়ে এখন চারিদিকে হইচই। ছবিতে দেখানো হয়েছে শাবানা আজমিকে ঠোঁট চুম্বন করছেন ৮৯ বছরের ধর্মেন্দ্র।

Bolly Gossip: চুমু তো ডান হাতের খেলা, 'বাঁ হাত দিয়ে আমি...', এ কী বললেন ধর্মেন্দ্র!
ধর্মেন্দ্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 6:58 PM

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির একটি দৃশ্য নিয়ে এখন চারিদিকে হইচই। ছবিতে দেখানো হয়েছে শাবানা আজমিকে ঠোঁট চুম্বন করছেন ৮৯ বছরের ধর্মেন্দ্র। বর্ষীয়ান জুটি চুমু খাচ্ছেন দেখে যখন চারিদিকে হইচই, তখন এ নিয়ে মুখ খুললেন ধর্মেন্দ্র। ছবির নায়ক রণবীর সিং ছবি ‘সেই দৃশ্য’ নিয়ে ধর্মেন্দ্রকে রসিক মন্তব্য করতেই তিনি বলেন, “দুর্ভাগ্যবশত আমি ছবির প্রিমিয়ারে যেতে পারিনি, কিন্তু শুনলাম ছবির এই দৃশ্য নিয়ে অনেক কথা হচ্ছে। আমায় অনেকে মেসেজও করেছিলেন। আমি তাঁদের বললাম এ তো আমায় ডান হাতের খেলা। বাঁ হাত দিয়ে কিছু করাতে চাইলে তাও করিয়ে নাও।”

এখানেই শেষ নয়, পরিচালক করণ জোহরের প্রশংসা করে তিনি বলেন, “ক্যাপ্টেন সব কিছু বলে দিয়েছিল। ক্যাপ্টেন ভাল হলে টিম ভাল খেলে। করণ বলেছিল, ‘পাঁচ বছর বাদে আসছি। আর এসেছি যখন তখন নিজের জলওয়া দেখিয়েই যাব।’ আমি অনেক বাজে ছবিতে কাজ করেছি। কখনও পয়সার জন্য, আবার কখনও অন্যকে সাহায্য করার জন্য। কিন্তু যখনই এই গল্পটা শুনি আমার অন্যরকম লাগে।” প্রথম সপ্তাহে ছবিটি এখনও পর্যন্ত ৭৩ কোটির মতো আয় করেছে। ছবিটি তৈরি হয়েছে ১৬০ কোটি টাকা দিয়ে। তাই এই হাইবাজেট ছবির টাকা তুলতে বাকি এখনও অনেকটাই। দ্বিতীয় সপ্তাহে এই ছবি কেমন পারফর্ম করে এখন সেটাই দেখার।

View this post on Instagram

A post shared by Alia Bhatt ? (@aliaabhatt)