Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bobby-Ranbir Kiss: রণবীর এসে জাপটে ধরে ঠোঁটে ভেজা চুমু খান ববিকে; দুই পুরুষের এই যৌনদৃশ্যে কেন মুছতে বাধ্য হলেন পরিচালক?

Bobby-Ranbir Kiss: 'অ্যানিম্যাল' ছবিতে তৃপ্তি দিমরির সঙ্গে একটি নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন রণবীর কাপুর। কেবল তাই নয়, রণবীর সম্পূর্ণ নগ্ন হয়ে অভিনয় করেছেন বেশ কিছু দৃশ্য়ে। এই নগ্ন দৃশ্য নিয়ে আলোচনার ঝড় বয়ে গিয়েছে ছবি মুক্তির পর। কিন্তু এই ছবিতে একটি চুম্বনের দৃশ্যও ছিল। এবং তা ছিল অভিনেতা রণবীর কাপুর এবং ববি দেওলের মধ্যে।

Bobby-Ranbir Kiss: রণবীর এসে জাপটে ধরে ঠোঁটে ভেজা চুমু খান ববিকে; দুই পুরুষের এই যৌনদৃশ্যে কেন মুছতে বাধ্য হলেন পরিচালক?
রণবীর কাপুর এবং ববি দেওল।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 5:46 PM

‘অ্যানিম্যাল’ ছবিতে তৃপ্তি দিমরির সঙ্গে একটি নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন রণবীর কাপুর। কেবল তাই নয়, রণবীর সম্পূর্ণ নগ্ন হয়ে অভিনয় করেছেন বেশ কিছু দৃশ্য়ে। এই নগ্ন দৃশ্য নিয়ে আলোচনার ঝড় বয়ে গিয়েছে ছবি মুক্তির পর। কিন্তু এই ছবিতে একটি চুম্বনের দৃশ্যও ছিল। এবং তা ছিল অভিনেতা রণবীর কাপুর এবং ববি দেওলের মধ্যে। যদি সেই কিসিং সিন দেখান হত, তা হলে ছবির দৈর্ঘ্য হত তিন ঘণ্টা ৫১ মিনিট। বড় পর্দায় মুক্তি করানোর জন্য ৩০ মিনিট কেটে ফেলতে হয়েছে পরিচালককে। তবে ওটিটি প্লাটফর্মে ‘অ্যানিমাল’ ছবিটির দৈর্ঘ্য হবে ৩ ঘন্টা ৫১ মিনিটই। এবং সেখানে থাকবে রণবীর-ববির দীর্ঘ চুম্বনের দৃশ্য।

১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’। তাতে ‘আলফা মেল’কে (অতিরিক্ত পুরুষালি) প্রতিপন্ন করতে চেয়েছেন সন্দীপ। সেই চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। এবং ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। বাবা এবং ছেলের রসায়নকে পর্দায় তুলে ধরেছেন সন্দীপ। এমন এক ছেলেকে দেখানো হয়েছে, যে বাবা অন্তঃপ্রাণ। বাবাকে অন্ধের মতো ভালবাসে সে। এবং তাকে রক্ষা করার জন্য যে কোনও পর্যায়ে চলে যেতে পারে। তিন ঘণ্টা ২১ মিনিটের ছবিটিতে ১৫ মিনিটের সিন রয়েছে ববি দেওলের। যে ১৫ মিনিটে গোটা ছবিতে নায়ক রণবীরের সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন ববি একাই।

ছবিতে ববি দেওল নির্বাক এক ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। প্রকৃত অর্থে পাশবিক এক খলনায়ক, যার প্রাণে মায়া-মমতা-দয়া কিছুই নেই। বৈবাহিক ধর্ষক সে। দুই স্ত্রী থাকতেও তৃতীয় বিয়ে করে। মাথায় মদের গেলাস নিয়ে নাচতে-নাচতে প্রবেশ ঘটে তার। তারপর আপন ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার পরেই সদ্য বিবাহিত তৃতীয় নম্বর স্ত্রীকে ধর্ষণ করে সে। তা নিয়ে কম সমালোচনার ঝড় বয়ে যায়নি।

রণবীর কাপুরকে তাঁর চুমু খাওয়ার দৃশ্য মুছে ফেলা হয়েছে ছবি থেকে। ববি বলেছেন, “এই দৃশ্য ফের দেখা যাবে ওটিটি প্লাটফর্মে”। তিনি এও জানিয়েছেন, দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়। মারামারি করতে-করতে একে-অপরকে চুম্বন করে তারা। এবং তারপরই মৃত্যু ঘটে আমার।

‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করার পর মা প্রকাশ কৌরের কাছে ভীষণ ধমক খেয়েছেন ববি। ছেলের মৃত্যুদৃশ্য় নিজের চোখে দেখতে পারেননি তিনি। ববিকে ধমক দিয়ে বলেছেন, “এরকম দৃশ্যে আর কোনদিনও তুই অভিনয় করবি না। তোর মৃত্যু আমি দেখতে পারি না।”