Bolly Gossip: টাইগার অতীত, এই ‘হ্যান্ডসাম হাঙ্ক’কেই প্রেমিক হিসেবে চেনালেন দিশা পাটানি! কে তিনি?
Bolly Gossip: প্রসঙ্গত, দিশা ও টাইগার কোনওদিনই নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি। আবার অন্যদিকে অস্বীকারও করেননি প্রেমের কথা।

গত বছরেই টাইগার শ্রফ ও দিশা পাটানির বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। যদিও দিশা ও টাইগার কেউই এই নিয়ে মুখ খোলেননি। কিন্তু গুঞ্জন তো আর থেমে থাকে না। এবার নতুন ‘প্রেমিক’-এর সঙ্গে দিশার এক ভিডিয়ো প্রকাশ্যে। শনিবার রাতে শহুরে এক পার্টিতে গিয়েছিলেন দিশা। সঙ্গে ছিলেন তাঁর রিউমারড প্রেমিক অ্যালেক্স জেন্ডারও। সেখানেই পরিচিতদের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন দিশা। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, অ্যালেক্সের সঙ্গে প্রত্যেকের আলাপ করাচ্ছেন তিনি। যদিও পাপারাৎজির সামনে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তিনি।
প্রসঙ্গত, দিশা ও টাইগার কোনওদিনই নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি। আবার অন্যদিকে অস্বীকারও করেননি প্রেমের কথা। ২০১৯ সালেই প্রথম তাঁদের প্রেম নিয়ে চর্চা শুরু হয়। ভ্যালেন্টাইন্স ডে’র দিন দুজনেই শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে আংটির ছবিও। আর তারপরেই নেটিজেনরা ধরেই নিয়েছিলেন তাঁদের বাগদান সারা হয়ে গিয়েছে। যদিও এর পর টাইগারের নাম জড়ায় শ্রদ্ধা কাপুরের সঙ্গে। তবে সেই গুজবও বেশিদিন স্থায়ী হয়নি। টাইগার জানিয়ে দেন, শ্রদ্ধা তাঁর ক্রাশ, তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই। অনুরাগীরা প্রার্থনা করছিলেন সম্পর্ক যেন জোড়া লাগে আবারও, কিন্তু তা আর হল কই?
View this post on Instagram





