Dhaakad: ২৫ দিনে মাত্র আড়াই কোটি আয়, কত কোটি টাকা ক্ষতির অঙ্ক গুনল ‘ধাকড়’?
Dhaakad: কেন এতটা পিছিয়ে পড়ল কুইনের এই ছবি? কেন একই দিনে মুক্তি পাওয়া ছবি ভুলভুলাইয়া এগিয়ে গেল এতটা?
আশা ছিল সুপারহিট হবে ছবি। সুপারহিট তো দূরের কথা কঙ্গনার ‘ধাকড়’ মোট বাজেটের ধারেকাছেও পৌঁছতে পারল না। একই দিনে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া ২’ যেখানে বক্স অফিস কাঁপিয়ে চলেছে ২৫ দিনের পরেও, সেখানে বেশিরভাগ হল থেকেই তুলে দিতে হয়েছে ওই ছবিটি। কারণ, প্রেক্ষাগৃহ ফাঁকা যাচ্ছিল। হল মালিকদের হচ্ছিল বেজায় ক্ষতি। তবে হলমালিকদের থেকেও ক্ষতির মুখে পড়েছেন প্রযোজকরা। ‘ধাকড়’ নিয়ে সব আশা-ভরসা আপাতত জলে!
বক্সঅফিস অ্যানালিটিক্স জানাচ্ছে, এই ২৫ দিনে ওই ছবির আয় হয়েছে মাত্র আড়াই কোটি টাকা। এ তো আয়ের কথা। ওই ছবি বানাতে কত টাকা খরচ হয়েছে তা শুনলে কপালে উঠবে আপনার চোখ। ট্র্বেড অ্যানালিস্টদের হিসেব অনুযায়ী ওই ছবি বানাতে মোট খরচ হয়েছে ৮৫ কোটি টাকা। স্যাটেলাইট আয়, বক্সঅফিস সব মিলিয়েও এই মুহূর্তে ‘ধাকড়’ বানিয়ে প্রযোজকদের ক্ষতি হয়েছে ৭৮ কোটি টাকা! আপাতত প্রযোজকদের কাছে এই ক্ষতি থেকে বাঁচার একটি উপায়। তা হল ওটিটিতে ছবিটি বিক্রি করা। তা থেকে উঠে আসতে পারে কিছুটা টাকা। বলিউড হাঙ্গামার এক রিপোর্ট বলছে, “ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্ব বিক্রি করেও ৫ কোটি টাকা জোগাড় করতে পারেনি ওই ছবি। বলিউডের অন্যতম ‘ডিজাস্টার’ হিসেবে জায়গাও করে নিল ধাকড়।”
কেন এতটা পিছিয়ে পড়ল কুইনের এই ছবি? কেন একই দিনে মুক্তি পাওয়া ছবি ভুলভুলাইয়া এগিয়ে গেল এতটা? ট্রেন্ড অ্যানালিস্টরা মনে করছেন ভুলভুলাইয়া ২ হিট করার নেপথ্যে রয়েছে নস্টালজিয়া। আর ভূত বা সাইকোলজিকাল থ্রিলারের প্রতি মানুষের আকর্ষণ তো চিরকালীন। ব্র্যান্ডই এখানে হয়ে উঠেছে প্রধান অস্ত্র।
অন্যদিকে ধাকড় পুরোপুরি অ্যাকশন নির্ভর। বিগত বেশ কিছু মাসে বলিউড জুড়ে অ্যাকশন মুভিই মুক্তি পেয়েছে বেশি। সে সূর্যবংশীই হোক অথবা দক্ষিণী হিট ছবিগুলি। সেখানে দাঁড়িয়ে মানুষের অন্য স্বাদের প্রতি লোভই হিট করিয়েছে ভুলভুলাইয়া ২-কে। এরই মধ্যে দোসর কার্তিক ও কিয়ারার তাজা জুটি। তবে কঙ্গনা ভক্তদের মন খারাপ। এই নিয়ে আট খানা ছবি ফ্লপ হয়েছে তাঁর। ২০১৫ থেকে শুরু করে ২০২২– কঙ্গনার এ যাবৎকাল মুক্তিপ্রাপ্ত একটি ছবিকেও হিট বলা যায় না কোনওভাবেই। সেই তালিকায় আরও একটি যোগ হল। তাঁদের প্রশ্ন একটাই, কুইনের কামব্যাক হবে কবে?