Shahrukh Khan: কীসের কারণে এত অর্থ উপার্জন করেন শাহরুখ?
King Khan: মানুষ যে কথাগুলো সহজে স্বীকার করতে দ্বিধাবোধ করেন, তা সবই অবলীলায় বলতে শোনা গিয়েছিল শাহরুখের মুখে।
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ছবি ‘জওয়ান’। ৬ দিনে ৬০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত বলিউড ছবির নিরিখে নিঃসন্দেহে এ এক সাফল্য। আর হবে নাই বা কেন! কাম ব্যাকের পর ‘পাঠান’ রিলিজ় করে শাহরুখের। তার আগে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন অভিনেতা। এখন ‘জওয়ান’ জ্বরে ভুগছে গোটা দেশ, তথা বিদেশ। বলিউড অভিনেতাদের মধ্যে অন্যতম শাহরুখ। যিনি দিল্লি থেকে এসে নিজের চেষ্টায় ৯০-এর দশকে জায়গা পাকা করেছিলেন। মুম্বইয়ের মতো জায়গায় বলিউডি রেষারেষিকে অনেক পিছনে ফেলে দিয়েছিলেন কিং। সাফল্যের চূড়ায় উঠেছিলেন অন্য ধরনের চরিত্রে অভিনয় করে। তৈরি করেছিলেন তাঁর স্বপ্নের ইমারত মন্নতও। যে মন্নতের মূল্যই কয়েকশো কোটি টাকা। এত অর্থ উপার্জন করার পরেও পা মাটিতেই রয়েছে তাঁর। কীভাবে সাফল্য এসেছিল একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন শাহরুখ। মানুষ যে কথাগুলো সহজে স্বীকার করতে দ্বিধাবোধ করেন, তা সবই অবলীলায় বলতে শোনা গিয়েছিল শাহরুখের মুখে। পয়সা উপার্জন সম্পর্কেও তাঁর মতামত খুবই স্পষ্ট।
শাহরুখের কথা মতো, পয়সার পিছনে ছোটা দোষের কোনও বিষয় নয়। তাঁকে বলতে শোনা গিয়েছিল, “অনেক অর্থ উপার্জন করুন। নিজের জাগতিক যাবতীয় প্রয়োজন মেটানোর চেষ্টা করুন প্রথমে। পরিবারের সকলের প্রয়োজন মেটানোর চেষ্টা করুন। তা করতে গিয়ে লজ্জাবোধ করবেন না এক্কেবারেই। অর্থ উপার্জন করুন সৎ প্রচেষ্টায় পরিশ্রমের দ্বারা। তা হলেই সাফল্যের শিখরে উঠতে পারবেন।”
জনসমক্ষে আসার জন্য কখনও কি ছদ্মবেশ ধারণ করতে হয়েছিল শাহরুখকে? কোনদিনও হয়নি। জবাব দিয়েছিলেন কিং খান। তিনি মনে করেন, এত কষ্ট করে তৈরি করা পরিচিতি কিংবা ছদ্মবেশে নিজেকে লুকানোর কোনও মানেই হয় না। তিনি চান মানুষ তাঁকে আরও বেশি করে চিনুক, আরও বেশি করে জানুক।