পুনম, গহনার পর রাজের পর্নকাণ্ডে জড়িয়ে গেল এই অভিনেত্রীর নামও!

এক সংবাদমাধ্যমের কাছেও মুখ খুলেছেন ফ্লোরা। তিনি জানিয়েছেন, হটশট (রাজের পর্ন অ্যাপ) -এ অভিনয় করার জন্য কাস্টিং ডিরেক্টরের কাছ থেকে তিনি ফোন পেয়েছেন এ কথা মিথ্যে নয়।

পুনম, গহনার পর রাজের পর্নকাণ্ডে জড়িয়ে গেল এই অভিনেত্রীর নামও!
ফ্লোরা-রাজ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2021 | 5:29 PM

দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজের তৃতীয় সিজন দেখেছিলেন? ফুলওয়া বৌদিকে মনে আছে নিশ্চয়ই। ওই চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী ফ্লোরা সাইনি। রাজ কুন্দ্রা কাণ্ডে এ বার জড়িয়ে গেল তাঁর নাম।

পর্নকাণ্ডে রাজ কুন্দ্রা ও তাঁর সহযোগীর একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এনেছে এক সংবাদমাধ্যম। সেই চ্যাটেই দেখা গিয়েছে রাজ ও তাঁর সহযোগী উমেশ তাঁদের এক ছবিতে ফ্লোরাকে কাস্ট করার কথা আলোচনা করছিলেন। সেই কথোপকথন প্রকাশ্যে আসতেই নিজের ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিয়ো প্রকাশ করেন ফ্লোরা। সেই ভিডিয়োতে যদিও রাজ কুন্দ্রার সঙ্গে যোগাযোগের কথা একেবারেই অস্বীকার করেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আমি যদি চুপ থাকতাম তাহলে সবাই মনে করত আমি কিছু গোপন করার চেষ্টা করছি। যদি দুই ব্যক্তির মধ্যে আমায় নিয়ে কথা হয় তার মানে এই নয় যে আমিও এই কেসের সঙ্গে জড়িত।” ফ্লোরা যোগ করেন, “আমি ফিল্মি পরিবার থেকে নই, তাই আমার নাম যখন যেখানে যেমন ইচ্ছে ব্যবহার করা যায় হয়তো।”

View this post on Instagram

A post shared by Flora Saini (@florasaini)

এক সংবাদমাধ্যমের কাছেও মুখ খুলেছেন ফ্লোরা। তিনি জানিয়েছেন, হটশট (রাজের পর্ন অ্যাপ) -এ অভিনয় করার জন্য কাস্টিং ডিরেক্টরের কাছ থেকে তিনি ফোন পেয়েছেন এ কথা মিথ্যে নয়। কিন্তু তিনি রাজি হননি। তিনি বলেন, “নতুন প্ল্যাটফর্মের সঙ্গে আমি কাজ করিনা। কারণ, আমার মনে হয় তাঁরা একটি নির্দিষ্ট ধরনের কন্টেন্ট বানান। আর তা ছাড়া তাঁদের বাজেটও বেশি থাকে না। আমি কাজের জন্য ব্যাকুল নই।”

‘গন্দি বাত’ নামক এক ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন ফ্লোরা, যদিও সেই ওয়েব সিরিজেও ভর্তি ছিল নানা সেন্সর দৃশ্য। সে প্রসঙ্গে যদিও ফ্লোরার বক্তব্য, “আমি যখন ছোট ছিলাম মোটা ছিলাম। তাই এই সিরিজে কাজ করা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। তা বাদে আর কোনও বোল্ড সিরিজ যুক্ত সিরিজে আমি অভিনয় করিনি।”

গত ১৯ জুলাই শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। পর্নোগ্রাফি তৈরি করে একটি অ্যাপের সাহায্যে তা প্রকাশ করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। আগামী ২৭ জুলাই পর্যন্ত পুলিশের হেফাজতেই থাকবেন রাজ। গত শুক্রবার শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। ছয় ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব। পুলিশ সূত্রে খবর, শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও টাকা পয়সার লেনদেনের উপর কড়া নজর রাখবে মুম্বই পুলিশ।

আরও পড়ুন-মুম্বই টু কলকাতা, বাংলা টেলিভিশনে প্রথম বার সানি লিওনি