Viral Video: বাথরুম সিঙ্গার সারা, গলা ছেড়ে গান শুনে ১০-এ কত দিলেন সইফ পুত্র ইব্রাহিম
Sara Ali Khan: সত্যি কি তাঁদের মনের মিল রয়েছে! নিজেরাই সেই রহস্য ফাঁস করলেন তাঁরা।
সারা আলি খান ও ইব্রাহিমের মধ্যে থাকা কেমিষ্ট্রি কারুর নজর এড়ায় না। এই দুই সেলেব কিডের মধ্যে বরাবরই বেশ মিল। তাঁরা একে অন্যের সঙ্গে মিলে মিশেই থাকতে পছন্দ করেন। সে ছুটির দিনে বাড়িতে বসে সময় কাটানো হোক বা শপিং করা, কখনও ভ্যাকশেন ট্রিপে, কখনও আবার বিভিন্ন সেলিব্রেশনে মেতে তাঁরা ভাইরাল হয়ে থাকেন। আবার মাঝে মধ্যে রিল বানিয়েও নজর কাড়েন সইফে প্রথম পক্ষের দুই সন্তান। সারার সঙ্গে ইব্রাহিমের ইকুয়েশন সকলের নজরে তাই বেশি মধুর। খুঁনসুটি হোক বা মজার ছলে একে অন্যের পেছনে লাগা, সেলেব কিডের মধ্যে সর্বাধিক জনপ্রিয় এই জুটি।
ইতিমধ্যেই বলিউডে অভিষেক ঘটিয়ে নজর কাড়েন সারা আলি খান, তবে ইব্রাহিমের অভিনয়ে হাতেখড়ি না হলেও ফ্যাশন দুনিয়া বা মডেলিং-এ তাঁর দাপট বর্তমান। এবার শিবলিং দিবসে সকলের নজর কাড়লেন এই জুটি। একে অন্যের সঙ্গে মজার ভিডিয়ো বানিয়ে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। সত্যি কি তাঁদের মনের মিল রয়েছে! নিজেরাই সেই রহস্য ফাঁস করলেন তাঁরা। একদিকে যেমন খেতে ভীষণ পছন্দ করেন ইব্রাহিম, তবে নিঃসন্দেহে তা পুষ্টিকর নয়, অন্যদিকে তেমনই ব্যালন্স ডায়েটেই নজর রেখে থাকেন সারা আলি খান।
View this post on Instagram
এক দিকে সারা সময় ধরে কাজ করতে পছন্দ করেন, অন্যদিকে তেমনই ইব্রাহিম সব সময় দেরী করে থাকে। তবে বাথরুম সিঙ্গার কে, এই প্রশ্ন করতেই উত্তর এলো সারা আলি খান। তিনি গান গাইতে বেশ পছন্দ করেন। বাথরুমে কেবল নয়, পাশাপাশি সর্বত্রই তিনি গান গেয়ে থাকেন। এরপরই গান শোনাতে শুরু করে দিলেন সারা আলি খান। যা শুনে ইব্রাহিমের মত, ১০-এ সারাকে সে শূণ্য ছাড়া আর কিছুই দিতে পারব না। ছড়ের গতীতে ভাইরাল এই সেলেব জুটির এই মজার ভিডিয়ো।
আরও পড়ুন- Viral Video: দেবের হাত ধরে মেট্রো স্টেশনে রুক্মিনী, একই পোশাকে নজর কাড়লেন টলিউড লাভবার্ড
আরও পড়ুন- RRR Gossip: অনুমতি ছিল না গান শোনার, আরআরআর-এর সেটে ঘটা আলিয়ার প্রথম অভিজ্ঞতার অবাক করা তালিকা