Deepika Padukone: বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন দীপিকা

Deepika Padukone: তারপর তাঁকে মুম্বই বিমান বন্দরে পাওয়া যায়, যেখানে পাপারাৎজিরা ছবি তোলার সময় লক্ষ্য করেন তাঁর হাতে বিয়ের আংটি নেই। ব্যস আগুনে ঘি পড়তেই ছিল বাকি।

Deepika Padukone: বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন দীপিকা
দীপিকা বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2022 | 10:45 PM

দীপিকা পাডুকোন, রণবীর সিংয়ের সম্পর্ক কতটা শক্তিশালী তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু কয়েকদিন ধরে হঠাৎ তাঁদের সম্পর্কে ভাঙন লেগেছে এই গুঞ্জন বি-টাউনে চলছে। দীপিকা কয়েকদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর তাঁকে মুম্বই বিমান বন্দরে পাওয়া যায়, যেখানে পাপারাৎজিরা ছবি তোলার সময় লক্ষ্য করেন তাঁর হাতে বিয়ের আংটি নেই। ব্যস আগুনে ঘি পড়তেই ছিল বাকি। তবে সেই দিনই পরে রণবীরকেও পাওয়া যায় বিমান বন্দরে। একেবারে আপাদমস্তক গোপালি আউটফিটে। সেই পোশাকে অভিনেতা ফটোশুট করিয়েছিলেন। যার ছবি তিনি নিজেই ইনস্টাগ্রামে ভাগ করে নেন। সেই ছবিতে লাইক করে কমেন্ট করেন দীপিকা ‘ভোজ্য’ বলে। তার উত্তরে চুম্বনের ইমোজি দিয়ে রণবীর তাঁদের বিচ্ছেদের গুজবকে উড়িয়ে দেন এক প্রকার।

২০১২ সাল থেকে দীপিকা-রণবীর সম্পর্কে রয়েছেন। ১০ বছরের সম্পর্ক নিয়ে গর্বিত স্বামী রণবীর কত কিছু শিখেছেন স্ত্রী দীপিকা থেকে তা প্রায়শই বলে থাকেন শত্রুর মুখে ছাই দিয়ে। এরপরই দীপিকাকে পাওয়া যায় প্যারিসের  ফ্যাশন উইকে। যেখানে তিনি তাঁর পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন। সম্প্রতি তিনি ডাচেস অফ সাসেক্স, মেঘান মার্কেলের পডকাস্টে উপস্থিত হয়েছিলেন। যেখানে তিনি তাঁর এবং রণবীরের বিবাহবিচ্ছেদ নিয়ে নীরবতা ভাঙেন।

কী বলেছেন রণবীর ঘরণী? “রণবীর একটি সঙ্গীতের অনুষ্ঠানে গিয়েছিলেন একসপ্তাহের জন্য। তিনি ফিরে এসেছেন। আমার মুখ দেখে তিনি খুব খুশি হয়েছেন”, বলেন দীপিকা। এক কথায় তিনি যাবতীয় গুঞ্জনকে সরিয়ে দিলেন।

রণবীর রোহিত শেট্টির ‘সার্কাস’ ছবিতে প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। শেক্সপীয়ারের কমেডি অফ এরর-এর কাহিনী নির্ভর ছবি এটি। এছাড়াও করণ জোহরের রকি অর রানি কি প্রেম কাহিনি ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করছেন।

দীপিকা শাহরুখ খানের সঙ্গে পাঠান ছবিতে অভিনয় করেছেন। আগামী বছর প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে এই ছবি। এছাড়াও প্রভাসের সঙ্গে প্রজেক্ট কে, অমিতাভ বচ্চনের সঙ্গে দ্য ইন্টার্ন, হৃত্বিক রোশনের সঙ্গে ফাইটার ছবিতে অভিনয় করছেন।