Bollywood Retro Gossip: রাজেশ খান্নার সঙ্গে কাজ না করাটা ভীষণ স্বস্তির, কেন বলেছিলেন শর্মিলা!
Bollywood Jodi: পর্দায় যে শর্মিলা ঠাকুর ও রাজেশ খান্না জুটি ঝড় তুলতেন, বাস্তবের মাটিতে সেই সমীকরণ মোটেও সুখকর ছিল না।
রাজেশ খান্না, টিনসেল টাউনের পর্দায় একটা সময় যিনি দাপটের সঙ্গে কাজ করে চলতেন। সেই সুপারস্টারকে ঘিরে ছিল জল্পনা তুঙ্গে। ছবির সেট থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, একাধিক তর্ক বিতর্কে বিভিন্ন সময় তাঁর নাম জড়িয়ে যেতে অনায়াসে। অধিকাংশ মানুষই তাঁকে নিয়ে অভিযোগ করতেন দিন-রাত্রী। একটা সময়ের পর অহংকার ঘিরেধরে ছিল সুপারস্টারকে। পর্দায় তিনি একাই একশা। হাজার হাজার ভক্তরা কেবল রাজেশ খান্নার একটি ছবির জন্য মুখিয়ে থাকতেন। তবে বাস্তবের ছবিটা ছিল ঠিক এর উল্টো। পর্দায় যে শর্মিলা ঠাকুর ও রাজেশ খান্না জুটি ঝড় তুলতেন, বাস্তবের মাটিতে সেই সমীকরণ মোটেও সুখকর ছিল না।
নিজেই জানিয়েছিলেন শর্মিলা ঠাকুর। তাঁর কথায়, প্রথম থেকেই রাজেশ খান্নাকে নিয়ে দর্শক মহলে উত্তেজনার পারদ থাকত তুঙ্গে। তিনি রাজেশ খান্নার সঙ্গে কাজ না করতে হলেই যেন বেশি খুশি হতেন। রাজেশ খান্নাকে নিয়ে তাঁরা মধ্যে এক ভয় কাজ করত। কখনও কোনওদিন তিনি সঠিক সময় সেটে প্রবেশ করতেন না। যার ফলে অন্যান্য সেলেবরা সঠিক সময় উপস্থিত হয়েও সঠিক সম ছুটি পেতেন না। যার ফলে দস্তুর মতো করতে হতো ওভার টাইম। আর তাতেই ছিল গুরুতর সমস্যা।
শর্মিলা ঠাকুর নিজেই জানিয়েছিলেন, এই বিষয়টা তিনি মোটেও পছন্দ করেন না। রাজেশ খান্নার জন্যই তাঁকে ওভার টাইম করতে হল। কেবল করতে হতোই নয়, তাঁকে ওভার টাইম করতে বাধ্য করা হতো। আর এই বিষয়টাই তাঁর অস্বস্তির কারণ ছিল। ফলে শর্মিলা ঠাকুর বলেই বসেন যে, রাজেশ খান্নার সঙ্গে কাজ না করাটা ভীষণ স্বস্তির। তবে কেবল শর্মিলা ঠাকুরই নন, অতীতে এ মন্তব্য অনেককেই করতে শোনা গিয়েছে। বলিউডের অন্দরমহলের কথায়, এটাই ছিল মূল কারণ যার জন্য খুব তাড়াতাড়ি রাজেশ খান্নার যুগ শেষ হয় যায়।