Jacqueline Fernandez: আদালতে জ্যাকলিন, অন্তর্বতীকালীন জামিনের মেয়াদ শেষ; পরবর্তী শুনানি কবে?
Sukesh Chandrasekhar: বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে তাঁকে দিল্লির পাটিয়ালা হাউজ়ে দেখা যায়। জানা গিয়েছে পরবর্তী শুনানির তারিখও।
৫০,০০০ টাকার বিনিময়ে ১০ নভেম্বর পর্যন্ত অন্তর্বতীকালীন জামিন পেয়েছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়। ফের জামিনের আবেদন করেছিলেন তিনি। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে তাঁকে দিল্লির পাটিয়ালা হাউজ়ে দেখা যায়। পরবর্তী শুনানি ২৪ এবং ২৫ নভেম্বর।
‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের প্রেমিকা ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ়। সুকেশের কুকীর্তি এতদিনে সকলেই জেনে গিয়েছেন। ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির সঙ্গে যুক্ত সুকেশের থেকে কোটি-কোটি টাকার উপহার নিয়েছিলেন জ্যাকলিন। সে সবই বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)।
ইডি জেরায় উঠে আসে, জ্যাকলিন নাকি ‘প্রেমিক’ সুকেশের কুর্কীতির কথা জেনেও সম্পর্ক রেখেছিলেন তার সঙ্গে। তাঁদের নাকি বিয়েও হওয়ার কথা ছিল। যে কারণে এডির অতিরিক্ত চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম উঠেছে জ্যাকলিনের। তিনি বিদেশেও যেতে পারেননি অনেকগুলো বছর। আর্থিক জালিয়াতিতে জড়িয়ে বলিউডের অনেক কাজ হাতছাড়া হয়েছে অভিনেত্রীর। অনেকে নাকি তাঁকে বড় কোনও প্রজেক্টে কাস্ট করার কথা আর চিন্তাও করতে পারছেন না এই মুহূর্তে।
সুকেশের সঙ্গে সম্পর্কে থাকাকালীন তাঁর কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি এবং ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হতেই ফেঁসে গিয়েছিলেন জ্যাকলিন। সুকেশের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করে নিলেও, অন্য়ান্য সমস্ত অভিযোগই মানতে চাননি অভিনেত্রী। আদালতে দাঁড়িয়ে তিনি এও দাবি করেছিলেন, ইডির বাজেয়াপ্ত করা তাঁর কোটি-কোটি টাকার জিনিস তিনি নিজের টাকায় কিনেছেন। সুকেশ তাঁকে সেই সব বহুমূল্য দামের উপহার নাকি দেননি।