Ranbir Kapoor: মেয়েকে বাড়ি আনার ঘণ্টা কয়েকের মধ্যেই এ কী! ‘কথার খেলাপ’ রণবীরের?

Ranbir Kapoor: রবিবার দুপুরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন আলিয়া ভাট। কাপুর পরিবারে আসে নতুন অতিথি। হাজির ছিলেন কাপুর ও ভাট পরিবারের প্রায় সকল সদস্যই।

Ranbir Kapoor: মেয়েকে বাড়ি আনার ঘণ্টা কয়েকের মধ্যেই এ কী! 'কথার খেলাপ' রণবীরের?
'কথার খেলাপ' রণবীরের?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2022 | 8:44 AM

দিন কয়েক আগেই বাবা হয়েছেন রণবীর কাপুর। পালকে জুড়েছে নতুন পরিচয়। ঘনিষ্ঠরা বলছেন, বাবা হয়ে নাকি একেবারেই বদলে গিয়েছেন রণবীর কাপুর। হয়ে গিয়েছেন অনেক শান্ত। মেয়েকে কিছুতেই কাছ ছাড়া করতে নারাজ তিনি। নিতু কাপুর জানিয়েছিলেন, মেয়েকে প্রথমবার কাছে পেয়ে নাকি হাউহাউ করে কেঁদেই ফেলেছেন কাপুর-পুত্র। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই স্ত্রী ও সদ্যোজাত কন্যাকে নিয়ে বাড়ি ফিরেছেন রণবীর। আর বাড়ি ফিরেই ঘণ্টা কয়েকের মধ্যেই রণবীর করে ফেললেন এক কাজ। যা আগে বলেছিলেন কৃত কাজের মধ্যে তার কোনও মিলও নেই। রণবীরের কাজ প্রকাশ্যে আসতেই কেউ করছেন প্রশংসা, আবার কেউ করছেন সমালোচনা। কী করেছেন তিনি?

এর আগে রণবীর জানিয়েছিলেন, বাবা হওয়ার পর কিছু দিন কাজে ব্রেক দেবেন তিনি। বন্ধ করে দেবেন সমস্ত ছবির শুটিং। কিন্তু বৃহস্পতিবার দেখা গেল একেবারেই অন্য এক চিত্র। মেয়ে ও মা’কে বাড়ি পৌঁছে দিয়েই রণবীর বেরিয়ে গেলেন শুটিংয়ের উদ্দেশে। সেখানেও অবশ্য তাঁকে ধাওয়া করেছিলেন পাপারাজ্জি। সেই পাপারাজ্জির ক্যামেরাতেই দেখা গেল রণবীর সেটে পৌঁছন মাত্রই তাঁকে সকলে অভিবাদন জানান। আর তিনিও তৈরি হয়ে নেন শুটিংয়ের উদ্দেশে। ছবি ভাইরাল হতেই দ্বিধাবিভক্ত তাঁর ভক্তরা। অনেকেরই মতে, এই সময়ে রণবীরের তাঁর পরিবারের পাশে থাকা উচিত। যদিও অনেকের বক্তব্য, রণবীর যা করেছেন তা নাকি একেবারেই ঠিক। কারণ ব্যক্তিগত ও পেশাগত জীবনেমধ্যে ফারাক করতে পারেন তিনি। তবে ঘনিষ্ঠরা বলছে, যতই শুটিং করতে যান না কেন, পরিবারের জন্য সময় ঠিকই বার করে নিচ্ছেন কাপুর-পুত্র।

রবিবার দুপুরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন আলিয়া ভাট। কাপুর পরিবারে আসে নতুন অতিথি। হাজির ছিলেন কাপুর ও ভাট পরিবারের প্রায় সকল সদস্যই। বংশে বহুদিন পর নতুন সদস্যের আগমন বলে কথা! সন্তান জন্মাবার পর থেকেই সে যেন রীতিমতো সুপারস্টার। সদ্যোজাতকে নিয়ে চলছে জোর আলোচনা। তাঁকে দেখতে কেমন হয়েছে? মুখের সঙ্গে কার মিল বেশি? নাম কী রাখা হবে? এই সব প্রশ্নই এখন রীতিমতো ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে পাপারাজ্জির মুখোমুখি হতেই ঠাকুমা নিতু কাপুরকেও করা হয়েছিল সেই প্রশ্নই।

আলিয়া না রণবীর– কার সঙ্গে মুখের মিল বেশি? এ প্রশ্ন করতেই নিতু বলেছিলেন, ““ও সবে জন্মেছে। এখনও খুবই ছোট। এখন বলা কিন্তু খুবই মুশকিল। তবে একটা কথাই বলতে পারি, আমার নাতনি ভীষণ মিষ্টি।” এ বছরের এপ্রিল মাসেই বিয়ে করেন আলিয়া-রণবীর। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক এগোয় আরও এক ধাপ। বিয়ের দু’মাসের মধ্যেই সন্তানের আগমনের কথা জানান দম্পতি। তাঁদের সন্তান বিয়ের আগেই কিনা তা নিয়ে চলেছিল জোর চর্চা। সমালোচনার মুখেও পড়তে হয়েছিল জুটিকে। তবে সে সবকে একেবারেই পাত্তা না দিয়ে ভালই আছেন ওঁরা। দায়িত্ব বাড়ল আরও।