Malaika Arora: আয়ুষ্মানের সঙ্গে এবার আইটেম গার্ল মালাইকা, ভক্তদের জন্য অপেক্ষায় কোন চমক
An Action Hero: বেশ কিছুদিন ধরে পর্দায় সেই চেনা লুকে ধরা দিচ্ছেন না মালাইকা। রিয়ালিটি শো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তাঁর বিশেষ উপস্থিতি পাওয়া গেলেও মালাইকার ঠুমকার দেখা মিলছিল না।
বলিউডের ছাইয়া-ছাইয়া গার্ল নামেই পরিচিতি তাঁর। এরপর একাধিক ছবিতে অভিনয় করলেও মালাইকা আরোরা (Malaika Arora) কোথাও গিয়ে যেন সকলের নজর কেড়েছেন তিনি আইটেম ডান্স (Item Dance) দিয়েই। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তাঁর এক একটি ছবির আইটেম ডান্স। মালাইকা মানেই বি-টাউনের হট বিউটি। ৫০ ছুঁই-ছুঁই করলেও তিনি যেন আজও টেক্কা দিতে পারেন ১৯-২০কে। তেমনই পর্দায় উপস্থাপনা তাঁর। যদিও একাধিকবার তাঁর এই বোল্ড লুক থেকে ফিগার কিংবা হাঁটার ধরণ ট্রোল হয়ে থাকে নেট দুনিয়ার পাতায়। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে ওঠে এক-একটি পোস্ট, তবে মালাইকা আইটেম ডান্স প্রসঙ্গ আসলেই তাতে মন মজে ভক্তদের। পলকে তা সকলের নজর কাড়ে।
বেশ কিছুদিন ধরে পর্দায় সেই চেনা লুকে ধরা দিচ্ছেন না মালাইকা। রিয়ালিটি শো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে তাঁর বিশেষ উপস্থিতি পাওয়া গেলেও মালাইকার ঠুমকার দেখা মিলছিল না। এবার সেই সুখবরই এল সকলের সামনে। আয়ুষ্মান খুানার আগামী ছবি অ্যান অ্যাকশন ম্যান ঘিরে জল্পনা তুঙ্গে। শুক্রবারই মুক্তি পাবে এই ছবির ট্রেলার। সেই ট্রেলারেই সম্ভাব্য দেকা মিলতে পারে মালাইকা আরোরার। তেমনই ইঙ্গিত মিলল এবার বি-টাউন সূত্রে। ইটামস-এ প্রকাশিত একটি খবর অনুযায়ী মাাইকা এই ছবিতে আইটেম ডান্স করতে পারেন। ট্রেলারে থাকতে পারে তার ঝলকও।
তবে কয়েকদিন আগেই এই ছবির গান প্রসঙ্গে মুখ খুলেছিলেন ছবির প্রযোজক ভূষণ কুমার রাও। তিনি জানিয়েছিলেন এই ছবির গান নিয়ে বেশ কিছু তথ্য। তবে সেখানে উল্লেখ ছিল না মালাইকা আরোরার থাকার প্রসঙ্গ বা গানের তালিকায় আইটেম ডান্স প্রসঙ্গ। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই খবরেই এখন মালাইকা ভাক্তদের কড়া নজর, শুক্রবারই কি মিলতে পারে প্রথম ঝলক, সেই উত্তর এখনও স্পষ্ট নয়। ফলে একমাত্র ট্রেলারেই হতে পারে রহস্য ভেদ। মালাইকা আরোরা কোথাও গিয়ে যেন সকলের নজরে আজও হটস্টার। তাঁর বোল্ড লুক এক কথায় তাক লাগায় প্রতিটা পলকে। তাই এবারও ভক্তদের প্রত্যাশা তুঙ্গে। ছবি ঘিরে বাড়ল কৌতুহলের পারদও।
বর্তমানে মালাইকা আরোরা ছবি করতে ইচ্ছুক নন এমনটা নন, তিনি অতীতে সাফ জানিয়েছিলেন, যে ভাল ছবির প্রস্তাব পেলে তিনি নিশ্চই ফিরবেন, তবে তেমন কোনও কাজ এখনও তাঁর কাছে আসেনি। তাই ছবি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি। ভাল চরিত্র পেলে ওটিটি-তেও ফিরতে পারেন মালাইকা আরোরা। ফলে এখনও ভক্তদের নিরাশ হওয়ার কোনও কারণ নেই।