Jahnvi Kapoor: শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর এবার ‘হেলেন’ রূপে!
২০১৯ সালে রিলিজ হয় থ্রিলারধর্মীয় ছবি 'হেলেন'। বেশ কয়েকটি পুরস্কারও জিতেছে ছবি। পরিচালক মথুকুট্টি জেভিয়ার হিন্দি রিমেকও পরিচালনা করবেন।
ফিল্ম বাছাইয়ের ক্ষেত্রে জাহ্নবী কাপুর সেরার মধ্যে সেরাকে বেছে নিচ্ছেন। ‘গুঞ্জন সাক্সেনা’য় সর্বশেষ দেখা গিয়েছিল এই অভিনেত্রী। ‘দ্য কার্গিল গার্ল’ তার পরবর্তী ছবির জন্য প্রস্তুত তিনি। যা মনে হচ্ছে তাতে এ ছবিও সমান আকর্ষণীয় হতে চলেছে।
View this post on Instagram
শোনা যাচ্ছে, মালয়ালাম ছবি ‘হেলেন’-এর রিমেকে অভিনয় করবেন জাহ্নবী। এক প্রতিবেদন অনুসারে, অগাস্টের মধ্যে ছবির শুটিং শুরু হবে এবং প্রি-প্রোডাকশন প্রায় শেষ হয়ে গেছে। সূত্রের খবর, “ফিল্মটির শুটিং বাস্তব জায়গাগুলিতে করা দরকার তবে আমরা প্রথমে ইনডোর শুট দিয়ে শুরু করব। প্রযোজনা দলটি অগাস্টে শুটিং শুরু করার পরিকল্পনা করছে এবং ক্রুরা বর্তমানে প্রস্তুতির পর্যায়ে রয়েছে।”
২০১৯ সালে রিলিজ হয় থ্রিলারধর্মীয় ছবি ‘হেলেন’। বেশ কয়েকটি পুরস্কারও জিতেছে ছবি। পরিচালক মথুকুট্টি জেভিয়ার হিন্দি রিমেকও পরিচালনা করবেন। সূত্র আরও বলেছে যে ছবিটির নাম ‘মিলি’ হবে এবং জাহ্নবী এর জন্য প্রস্তুত হচ্ছেন।
জাহ্নবী কাপুর বেশ কিছু রিমেকের মুডে রয়েছেন। এই বছরের শুরুর দিকে অভিনেত্রী যে ছবিটির শুটিংয়ে জুড়লেন, তা হল- ‘গুড লাক জেরি’। যা নয়নতারা অভিনীত কোলামাভু কোকিলা নামে একটি দক্ষিণ চলচ্চিত্রের রিমেক।
করণ জোহর প্রযোজিত অ্যান্থোলজি সিরিজ ‘আজীব দাস্তান’-এর একটি গল্প পরিচালনা করেছেন কায়োজ। পরবর্তীতে করণের প্রযোজনাতেই তৈরি করতে চলেছেন তাঁর পূর্ণদৈর্ঘ্যের ফিচার ছবি। আর সেই ছবিতেই নায়িকার আসনে জাহ্নবী কাপুর। আরও
আরও পড়ুন RRR: অপেক্ষার অবসান! মুক্তি পেল তারকাখচিত ছবি ‘আর আর আর’-এর মেকিং ভিডিয়ো