Kareena Gets Trolled: ‘আপনি কি মুসলিম?’ জন্মদিনে শিববন্দনা, তৈমুরের ভিডিয়ো দেখে কটাক্ষের ঝড়
Viral Video: সারা বরাবরই দাবি করে এসেছেন তিনি শিবের উপাসনা করেন। শিব পুজো করার ছবি একাধিকবার শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। কখনও কেদারনাথ, কখনও আবার বেনারস, সারার সেই ছবি দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে যায়। ধর্ম তুলে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয় তাঁকে।

নবাব পরিবার তাঁরা। সইফ আলি খান, করিনা কাপুর বলিউডের অন্যতম স্টার জুটি। সোশ্যাল মিডিয়ায় বারবরই সক্রিয় তাঁরা। ঝড়ের গতিতে ভাইরাল হতে দেখা যায় এক একটি পোস্ট। তবে পরিবারের অধিকাংশ সদস্যই শিব ভক্ত। বিশেষ করে সইফ আলি খানের বড় মেয়ে সারা আলি খান। সারা বরাবরই দাবি করে এসেছেন তিনি শিবের উপাসনা করেন। শিব পুজো করার ছবি একাধিকবার শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। কখনও কেদারনাথ, কখনও আবার বেনারস, সারার সেই ছবি দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে যায়। ধর্ম তুলে একাধিকবার কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। এবার একই ছবি দেখা গেল তৈমুর আলি খানের ক্ষেত্রে। ২০ ডিসেম্বর জন্মদিন তৈমুরের। ৯ বছরে পা দিল সইফ-করিনা পুত্র। আর সেই বিশেষ দিনেই ভিডিয়ো শেয়ার করতেই ট্রোল। যে প্রশ্নের মুখোমুখি হতে হয় তার দিদি সারাকেও।
কেউ প্রশ্ন করেন তিনি মুসলিম হয়ে কেন শিববন্দনা করছেন, কেউ আবার প্রশ্ন করেন, তাঁর ঈশ্বর সাধনার ক্ষেত্রে কেন এই সিদ্ধান্ত। যদিও বারবার কটাক্ষের শিকার হতে হতে একদিন মুখ খুলতে দেখা গিয়েছিল সারা আলি খানকে। জানিয়ে দিয়েছিলেন তিনি কোনও ধর্মকে ছোট করছেন না। তাঁর বিশ্বাস তাঁকে যা করতে বলে, তিনি তাই করছেন। সারা আলি খানের পর এবার তোপের শিকার করিনা কাপুর খানের বড় পুত্র তৈমুর আলি খান। জন্মলগ্ন থেকেই বিতর্কে জড়িয়েছে তৈমুর। তার নাম নিয়ে শুরু হয়েছিল বচসা।
View this post on Instagram
যদিও করিনা কাপুর তখনও জানিয়েছিলেন তিনি সন্তানের এই নাম রেখেছেন কারণ তাঁর নামটা পছন্দ হয়েছিল। কোনও ব্যক্তির বৈশিষ্টে মুগ্ধ হয়ে সেই কাজ করেননি তিনি। এবার সেই ছোট্ট টিমটিমের জন্মদিনে আবারও কটাক্ষের বন্য়া। ছোট্ট তৈমুর হাত রোজ করে বসে আছে খাটে, পাশে চলছে শিববন্দনা। জন্মদিনে করিনা এই ভিডিয়ো শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় নবাবপুত্রকে শুভেচ্ছা জানালেন। আর সেই ভিডিয়ো দেখা মাত্র আবারও ধর্ম নিয়ে কটাক্ষের ঝড়। ধেয়ে এল প্রশ্ন, তাঁরা কি আদপে মুসলমান?





