Bhool Bhulaiyaa 2: ৩ দিনেই রেকর্ড আয় ‘ভুলভুলাইয়া ২’-এর, প্রথম বার বঙ্গেও চুটিয়ে ব্যবসা কার্তিকের ছবির
Bhool Bhulaiyaa 2: ছবি হিসেবে ভুলভুলাইয়া ২ কিন্তু সমালোচকদের কাছে খুব একটা সমাদৃত হয়নি। সমালোচকদের একটা বড় অংশের মতে কমিক টাইমিং বেশির ভাগ ক্ষেত্রেই খানিক স্থূল।
মুক্তি পেয়েছে মাত্র তিন দিন। কিন্তু এই তিন দিনেই কঙ্গনা রানাওয়াতের সুপার হাইপড ছবি ‘ধাকড়’কে কার্যত নিশ্চিহ্ন করে রমরমিয়ে ব্যবসা করছে কার্তিক-কিয়ারার ‘ভুলভুলাইয়া ২’। তিন দিনেই চমকে দেওয়ার মতো আয় করল ওই ছবি। শনি-রবির ছুটির মেজাজে ছাড়িয়ে ফেল ৫০ কোটি। বক্সঅফিস ইন্ডিয়ার প্রতিবেদন জানাচ্ছে, একা রবিবারেই ওই ছবি আয় করেছে ২২ থেকে ২৩ কোটি টাকা। যার ফলে তিন দিনের পর ওই ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি টাকা।
সূত্র জানাচ্ছে, বঙ্গেও এই ছবির ব্যবসা চোখে পড়ার মতো। এর আগে কার্তিক আরিয়ানের কোনও ছবি এখানে এত ভাল ব্যবসা করেনি বলেই খবর। বিশেষজ্ঞদের মতে, গোটা ছবি জুড়ে বাংলার যোগসূত্র আছে বলেই নাকি এই ছবি দেখতে আগ্রহী বাঙালি দর্শকেরাও। এরই মধ্যে দোসর কমেডি, টাইমিং আর ভুলভুলাইয়া প্রথম পার্টের নস্টালজিয়া। একদিকে ভুলভুলাইয়া ২-এর উত্থান যেমন হিন্দি ছবির করুণ অবস্থাতে কিছুটা হলেও প্রলেপ লাগিয়েছে আশার, অন্যদিকে কঙ্গনার ধকড় গত তিন দিকে ১ কোটি ছুঁতেই রীতিমতো হিমশিম খেয়েছে। অথচ ওই ছবির মূল বাজেট ভুলভুলাইয়া ২-এর থেকে অনেকটাই বেশি।
ছবি হিসেবে ভুলভুলাইয়া ২ কিন্তু সমালোচকদের কাছে খুব একটা সমাদৃত হয়নি। সমালোচকদের একটা বড় অংশের মতে কমিক টাইমিং বেশির ভাগ ক্ষেত্রেই খানিক স্থূল। তাতে হাস্যরস উদ্রেক হয় না। তবু জনতা জনার্দন। হলে বসে ‘এন্টারটেনমেন্ট’ যে ভালভাবেই দিয়েছে ওই ছবি তার প্রমাণ বক্স অফিসে চমকে দেওয়ার মতো হিসেব নিকেশ। এরই সঙ্গে বাড়তি পাওনা কার্তিক ও কিয়ারার তাজা জুটিও। তবে কঙ্গনা ভক্তদের মন খারাপ। কুইনের পর পর আটটা ছবি ফ্লপ যেন কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা।