ViKat Wedding: শুধু এই শর্তেই ভিকির ‘হাতে হাত রাখেন’ ক্যাটরিনা!
katrina kaif-Vicky Kaushal Wedding: পরপর দুটো প্রেম ব্যর্থ হওয়ার পর ভিকির সঙ্গে প্রেম নিয়ে কোনও দিনই প্রকাশ্যে কিছু বলেননি ক্যাট। কিন্তু বলিউডের উঠতি এই অভিনেতার সঙ্গে আদ১ বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন কিনা সে বিষয়ে তিনি বেশ সংশয়েই ছিলেন।
ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফের শুভ পরিণয় সম্পন্ন হয়েছে গত সপ্তাহেই। রূপকথার মতো সেই বিয়ের ছবি ভিকি-ক্যাট দুজনেই শেয়ার করেছিলেন তাঁদের সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও প্রাক-বিবাহ থেকে গায়ে হলুদ, একে একে সব ছবিই তাঁরা ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। বছর শেষের এই হাই ভোল্টেজ বিয়ে নিয়ে দেশবাসীর মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। ছবি দেখে ভক্তরা যেমন মুগ্ধ হয়েছেন তেমনই এখনও অনেকেই মেনে নিতে পারছেন না যে ভিকি-ক্যাট বিবাহিত। এদিকে কেরিয়ারের শুরু থেকেই সলমন খানের সঙ্গে ক্যাটের ঘনিষ্ঠতা নিয়ে তোলপাড় হয়েছিল বলিউড। পরবর্তীতে অবশ্য রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক নিয়েও বেশ কানাঘুঁষো হয় বলিপাড়ায়। যদিও কোনও সম্পর্কই বেশিদিন টেকেনি।
ভিকি কৌশলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে একাধিক চর্চা হলেও ক্যাট কিন্তু নিজে কোনওদিন এই বিষয়ে একেবারেই মুখ খোলেননি। বিয়ের আগে তাঁদের একসঙ্গে ছবিও বড়ই কম। যদিও বেশ কিছু অনুষ্ঠানে কিন্তু তাঁদের জোড়েই উপস্থিত হতে দেখা গিয়েছে। কিন্তু কখন তাঁরা প্রেম করলেন ( Vicky kaushal- Katrina kaif), কখনই বা বিয়ের সিদ্ধান্ত নিলেন এবিষয়ে অবাক তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরাও।
ভিকির সঙ্গে প্রেম করলেও বিয়ে নিয়ে একটু সংশয়েই ছিলেন ক্যাট। প্রথম দুটো প্রেম ভেঙে যাওয়ার পর তিনি আর নতুন করে কোনও সম্পর্কে জড়াতে চাননি। প্রেম-বিয়ে-সম্পর্ককে বেশ ভয়ই পেতেন। ক্যাটরিনার প্রেমে প্রথম মজেন ভিকিই। প্রেম প্রস্তাব আসে ভিকির তরফ থেকেই। পরবর্তীতে যখন ক্যাটরিনা প্রেমে সায় দেন তখন ভিকি খুবই খুশি হয়েছিলেন। সম্পর্কের বয়স যখন দু-মাস তখনই ভিকি স্বপ্ন দেখতে শুরু করেন ক্যাটরিনাকে বিয়ে করার। কিন্তু তুলনায় নব্য বলিউডের এই উঠতি হিরোর সঙ্গে সংসার পাতবেন কিনা এ বিষয়ে খুবই সংশয়ে ছিলেন ক্যাটরিনা। যার জন্য ভিকির থেকে বেশ কিছুটা সময়ও চেয়ে নিয়েছিলেন তিনি। তবে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে ভিকির কাছে একটি শর্ত রেখেছিলেন তিনি। আর জানিয়েছিলেন এই শর্ত পূরণ হলে তবেই বিয়ে। ক্যাটরিনাকে যেনতেন প্রকারে তখন রাজি করাতে চাইছেন ভিকি কৌশল, আর তখন এমন একটি শর্ত তিনি সহজেই মেনে নিয়েছেন।
তবে বাড়ি, গাড়ি, দামি সম্পত্তির শর্ত নয়, বরং হবু স্ত্রী হিসেবে ক্যাটরিনার শর্ত ছিল- ভিকি তাঁকে যতটা ভালোবাসবেন ততটাই কিন্তু আপন করে নিতে হবে ক্যাটের মা-বোনকে। প্রেয়সীর এই ছোট্ট অনুরোধে নিমেষে রাজি হয়ে যায় ‘উরি’ অভিনেতা। আর এর পরের গল্প তো সবারই জানা। রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারাতে একেবারে রূপকথার গল্পের আদলে চার হাত এক হয় তাঁদের। কিন্তু বিয়ের আগের মুহূর্ত পর্যন্ত নিজেদের কোনও রকম ছবি প্রকাশ্যে আনতে দেননি ‘ভিক্যাট’ জুটি।
আরও পড়ুন: Katrina Kaif: ভাই নয়, বোনেদের সঙ্গেই ছাদনাতলায় এলেন ক্যাটরিনা কাইফ