Kiara-Siddharth Marriage: সম্পর্কের জল গড়িয়েছে এতদূর? গোপনে কিয়ারা- সিদ্ধার্থ বানাতে দিলেন বিয়ের পোশাক! ভাইরাল ভিডিয়ো
Bollywood Gossip: কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে সম্পর্কের জল্পনা তুঙ্গে থাকলেও বিয়ে নিয়ে কোন চর্চাতেই সিলমোহর দিতে নারাজ তাঁরা।
বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মালহোত্রার (Siddharth Malhotra) বিয়ের খবর। একের পর এক সেলিব জুটির বিয়ের গত কয়েক বছরে সাক্ষী থেকেছে ভক্তমহল। চলতি বছর সর্বাধিক চর্চিত জুটি আলিয়া ভাট ও রণবীর কাপুরও বিয়ের পিঁড়িতে বসেছেন। তবে গত দু’বছর ধরে কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রার মধ্যে সম্পর্কের জল্পনা তুঙ্গে থাকলেও বিয়ে নিয়ে কোন চর্চাতেই সিলমোহর দিতে নারাজ তাঁরা। যদিও চলতি বছরের মাঝে কারণ জোহর এই জল্পনায় ঘি ঢেলে জানিয়েছিলেন শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবে এই জুটি। তবে তারপর থেকে একের পর এক বিটাউন মারফত এই জুটির বিয়ের খবর সামনে আসতে থাকে।
কখনও বাড়ি বুকিং-এর খবর, কখনও আবার অতিথির তালিকা প্রস্তুত করার খবরে নজর রেখেছেন ভক্তমহল। তবে কিয়ারা-র ঘনিষ্ঠ সূত্রে প্রকাশ্যে আসে, তিনি নাকি এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত নন। কেরিয়ারেই ফোকাস করতে চান অভিনেত্রী। যদিও সে কথা বিন্দুমাত্র কান নিতে নারাজ নেটপাড়া। অন্যদিকে বিটাউনের পাপারাৎজি-দের চোখ এরিয়ে কিছু করা এক প্রকার অসম্ভব। তাই এবার হাতেনাতে ধরা পড়লেন এই জুটি। বি-টাউনের যে কোনও অনুষ্ঠান মানেই মণীশ মালহোত্রর ডাক আসে সবার আগে।
View this post on Instagram
আর যদি সে অনুষ্ঠান হয় বিয়ের, তবে তো বলাই বাহুল্য। সিদ্ধার্থ মালহোত্রা আডবাণী সম্প্রতি দেখা গেল মণীশ মালহোত্রার বাড়ি থেকে বেরোতে। তবে দুজনে একসঙ্গে নয় আলাদা আলাদাই বেরোলেন জল্পনা ঢাকাতে। তবে তাতে কার কি, দুয়ে-দুয়ে চার করে নিতে খুব একটা সময় নিল না নেটপাড়া। তবে কি নতুন বছরের শুরুতেই বাজতে চলেছে বিয়ের সানাই! বিয়ের পোশাকের ডিজাইন পছন্দ করতেই কি মণীশের বাড়ি পৌঁছে গিয়েছিলেন এই জুটি। এমনই প্রশ্ন বর্তমানে ঘুরে বেড়াচ্ছে বিটাউনের অন্দরমহলে।