Katrina Pregnancy: প্রিয়াঙ্কার চোখ রাঙানিতেও থামেনি নেটিজ়েনরা, বারে-বারে অন্তঃসত্ত্বা জল্পনায় ক্যাটের নাম

Viral Post: প্রেম থেকে বিয়ে, বিয়ের পর সন্তান কিংবা বিচ্ছেদ, কখনও আবার পরকীয়ার খবরের যদি আঁচও পায় নেটপাড়া, তবে মুহূর্তে ভাইরাল হতে সময় লাগে না।

Katrina Pregnancy: প্রিয়াঙ্কার চোখ রাঙানিতেও থামেনি নেটিজ়েনরা, বারে-বারে অন্তঃসত্ত্বা জল্পনায় ক্যাটের নাম
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 2:09 PM

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মেয়েদের ক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্ন খুব চেনা পরিচিত। একটা নির্দিষ্ট বয়সের পর বিয়ে কবে হচ্ছে? বিয়ের পর সন্তান কবে হচ্ছে? পরিবার তৈরি যে একান্ত ব্যক্তিগত বিষয় তা বোধহয় অনেকেই ভুলে বসেন। আর বারবার এই প্রশ্নের সম্মুখীন হতে তাঁর মোটেও ভাল লাগে না। তবে যে যতই প্রতিবাদ করুক না কেন, নেটিজ়েনদের (Netizens) চোখ সর্বদাই সেলিব্রিটিদের হাঁড়ির খবরে । প্রেম থেকে বিয়ে, বিয়ের পর সন্তান কিংবা বিচ্ছেদ, কখনও আবার পরকীয়ার খবরের যদি আঁচও পায় নেটপাড়া, তবে মুহূর্তে ভাইরাল হতে সময় লাগে না। কে, কখন, কোন পোশাক পরছেন, কে কার সঙ্গে ঘুরছেন, কে কার সঙ্গে দেখা করছেন, কার সঙ্গে বর্তমান সম্পর্ক কার কেমন, এহেন সব প্রশ্নের উত্তরই কম বেশি ইন্টারনেটে মেলে।

যদিও তার সত্যতা যাচাই করার প্রয়োজন অনেকেই বোধ করেন না কেউ-ই। যদিও আলিয়া রণবীর এই প্রশ্নের মুখোমুখি খুব একটা হলেন না, কারণ বিয়ের পরপরই সন্তান জন্মের খবর নিজেরাই শেয়ার করেছিলেন। তবে এক বছর হতে চলল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এবার তাঁদের নিয়ে রীতিমতো নেট পাড়ার ঘুম উড়েছে রাতের। কবে মা হবেন ক্যাটরিনা কাইফ! অতীত ও একাধিকবার ক্যাটরিনার পোশাক দেখে এই মন্তব্য ছড়িয়ে পড়ে যে,– তিনি অন্তঃসত্ত্বা, আপাতত খবর লুকিয়ে রাখছেন সকলের।

View this post on Instagram

A post shared by Katrina Kaif (@katrinakaif)

অতীতে দুইবার এমনই প্রশ্নের মুখে পড়তে হয়েছে ক্যাটকে। যদিও তা নিয়ে কখনই মুখ খোলেন না তিনি। বড়দিনেও ঘটল সেই একই কাণ্ড, ব্যতিক্রমী হল না নেটিজ়েনরা। সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করতেই আবারও উঠল প্রশ্ন। কেন ক্যাটরিনা সকলের পেছনে দাঁড়িয়ে, তবে কি তিনি বেবিবাম্প ঢাকতে চাইছেন! কেনই বা তিনি ঢিলেঢালা পোশাক পরেছেন, তবে কি তিনি সত্যিই অন্তঃসত্ত্বা, যদিও তার উত্তর এখনও পর্যন্ত মেলেনি। তবে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চা তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল খবর। এই খবর একটি নির্দিষ্ট সময়ের পর চেপে রাখা যায় না। ফলে তেমন কোনও সুখবর থাকলে যে সেলেবরাই সঠিক সময় দিয়ে দেবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।