BJP: রাম নবমীতেই জন্মদিন! প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গ্রাম চলো বিজেপির, মাঠে নামছেন হেভিওয়েটরা
BJP: বিজেপি সূত্রে খবর, এটা মূলত স্বচ্ছতা সম্পর্কিত কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা প্রাপকের সঙ্গে মতের আদান প্রদান করতেই গ্রামে গ্রামে ঘুরবেন নেতারা। গ্রামের বিশিষ্টজন বা বিদগ্ধ ব্যক্তিদের সম্মানিতও করা হবে।

কলকাতা: এবার গ্রাম চলো বিজেপির। দলীয় সংগঠনকে ঝাঁকুনি দিতে একগুচ্ছ কর্মসূচি বঙ্গ বিজেপির। এদিকে এবার আবার রাম নবমীর দিন অর্থাৎ ৬ এপ্রিল পড়েছে বিজেপির প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী ৮ আর ৯ এপ্রিল রাজ্যে সব ক’টি বিধানসভা এলাকায় সম্মেলন করবে বঙ্গ বিজেপি। বিধানসভা ওয়াড়ি অন্তত একটি করে সম্মেলন করতেই হবে। সময়, সুযোগ আর পরিস্থিতি অনুযায়ী সে ক্ষেত্রে একাধিক সম্মেলন হতে পারে।
১০ থেকে ১৪ এপ্রিল গ্রাম চলো কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। ঠিক হয়েছে, দলের শীর্ষ নেতৃত্ব-সহ বিভিন্ন স্তরের পদাধিকারীরা গ্রামে যাবেন। একটি গ্রামে দশ ঘণ্টার কর্মসূচি করবেন ওই নেতারা। দশ ঘণ্টায় কি কি করবেন নেতারা? এ প্রসঙ্গেও দলের অন্দর থেকে উঠে আসছে নানা তথ্য়।
বিজেপি সূত্রে খবর, এটা মূলত স্বচ্ছতা সম্পর্কিত কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা প্রাপকের সঙ্গে মতের আদান প্রদান করতেই গ্রামে গ্রামে ঘুরবেন নেতারা। গ্রামের বিশিষ্টজন বা বিদগ্ধ ব্যক্তিদের সম্মানিতও করা হবে। গ্রামেই হবে সহভোজ। অর্থাৎ মধ্যাহ্নভোজ করা হবে কোনও একটি বাড়িতে। তারমাঝেই গ্রামের দলীয় কর্মীদের নিয়ে গ্রামেই সম্মেলন হবে। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে ছাব্বিশের ভোটের আগে তৃণমূল স্তরে সংগঠনেরর ক্ষমতা বুঝে নিতে চাইছে বিজেপি। সে কারণেই একেবারে নিচু তলা থেকে কাজ শুরু করতে চাইছে। কিছুদিন আগেই হয়ে গিয়েছে সদস্য সংগ্রহ অভিযান। কিন্তু তার কতটা প্রভাব গ্রাম বাংলায় পড়েছে, কতটাই বা কাজ করছেন মণ্ডল স্তরের নেতারা, তা ঝালিয়ে নিতে চাইছেন পদ্ম শিবিরের বড় মাথারা।





