Lalit-Sushmita: সুস্মিতার জীবনে নতুন পুরুষ, প্রাক্তন আইপিএলকর্তা ললিত মোদীর সঙ্গে শুরু হল পথচলা

Lalit-Sushmita: নতুন জীবন শুরু করলেন সুস্মিতা সেন। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর।

Lalit-Sushmita: সুস্মিতার জীবনে নতুন পুরুষ, প্রাক্তন আইপিএলকর্তা ললিত মোদীর সঙ্গে শুরু হল পথচলা
নতুন জীবন শুরু ললিত-সুস্মিতার।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2022 | 1:00 PM

নতুন জীবন শুরু করলেন সুস্মিতা সেন। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর। বৃহস্পতিবার তাঁদের সম্পর্কের কথা ললিত নিজেই শেয়ার করেছেন টুইটারে। পরপর দুটি পোস্ট করেছেন ললিত। প্রথম টুইটে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলেছেন ললিত। তাতে অনেকেরই মনে হয়েছে ললিত বিয়ে করে ফেলেছেন সুস্মিতাকে। পরের টুইটে তিনি লিখেছেন, “নতুন পথচলা শুরু করেছেন ললিত ও সুস্মিতা। বিয়ে করেননি। তবে ডেটিং করছেন। তাড়াতাড়ি বিয়েটাও করবেন।”

বলুন তো কে এই ললিত মোদী? 

ভারতীয় ক্রিকেট বা আইপিএল সম্পর্কে যাঁরা ন্যূনতম খবর রাখেন, তাঁদের কাছে ললিত অত্যন্ত পরিচিত নাম। যে আইপিএল বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি লিগ, তার ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন এই মোদী। এতেই শেষ নয়, ভারতীয় বোর্ড বিশ্বের সবচেয়ে ধনী হয়ে ওঠার পিছনেও রয়েছে ললিতের ছাপ। আর তা সম্ভব হয়েছে তাঁরই জন্য। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট আইএস বিন্দ্রার (ভারতীয় ক্রিকেট প্রশাসনের ব্যক্তিত্ব) ঘনিষ্ঠ ললিতকে আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের পর বোর্ড চিরনির্বাসিত করে। তারপর থেকে তিনি লন্ডনেই রয়েছেন। তবে খবরের বাইরে কখনওই থাকেননি। গত মরসুম থেকে ১০ টিমের আইপিএল শুরু হয়েছে। গুজরাত টাইটান্স টিম কিনেছে যারা, তারা যে বেটিং নিয়ন্ত্রণ করে, সেই খবরও প্রথম ফাঁস করেছিলেন ললিত। এ নিয়ে কম জলঘোলা হয়নি। তদন্ত কমিটি বসাতে বাধ্য হয়েছিল বিসিসিআই। শেষ পর্যন্ত অবশ্য আইপিএল গুজরাত ফ্র্যাঞ্চাইজিদের ক্লিনচিট দেওয়া হয়। প্রথমবার আইপিএল খেলতে নেমে তারা চ্যাম্পিয়নও হয়। ললিত ভারতীয় ক্রিকেট থেকে নির্বাসিত হলেও প্রাসঙ্গিক থেকে গিয়েছেন এখনও। সেই তিনিই কি না এখন ঢুকে পড়লেন বলিউডের প্রেম দুনিয়ায়। প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে তাঁর প্রেম নিয়ে রীতিমতো চর্চা শুরু করেছে ক্রিকেট মহলও।

১৯৯৪ সালে মিস ইউনিভার্স হয়েছেন সুস্মিতা সেন। বিয়ে করেননি। কিন্তু একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। তাঁর দুটি কন্যা সন্তানও আছে। তাঁদের তিনি দত্তক নিয়েছিলেন। ২০১৮ সালে রোহম শলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় সুস্মিতার। সম্পর্ক ভাঙে গত বছর। বন্ধুত্বের মিষ্টত্ব বজায় রেখেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন সুস্মিতা। অনেকেরই বক্তব্য ছিল, তা হলে কি আবার একা হয়ে গেলেন বঙ্গ সুন্দরী? নাকি তিনি নতুন কাউকে জীবনে পেয়েছেন। এতদিন চুপচাপই ছিল বিষয়টা। কিন্তু ১৪ জুলাই, সন্ধ্যায় গোটা বিশ্বকে চমকে দিয়েছে ললিত মোদীর এই দুটি টুইট।

প্রথম টুইটে ললিত লিখেছেন, “পরিবারের সঙ্গে মালদ্বীপ, সার্ডিনিয়া ঘুরে গ্লোবাল ট্যুর করে লন্ডনে ফিরেছি। আমার ‘বেটার হাফ’ সুস্মিতা সেনও রয়েছেন। নতুন শুরু হল। শেষমেশ নতুন জীবন শুরু করলাম। মনে হচ্ছে চাঁদে চলে গিয়েছি।”

ললিত মোদীর টুইট হইচই ফেলে দিয়েছে। চমকেছেন সুস্মিতার অগুনতি অনুরাগীকুল, এমনকী ক্রিকেটানুরাগীরাও। এতদিন বিয়ে করেননি যে মিস ইউনিভার্স, তাঁর বিয়ের খবর কি না এত আচমকা এল! বিশ্বাসই করতে পারছেন না অনেকে। আসলে ললিত যে লিখেছেন ‘বেটার হাফ’ কথাটা। আসলে বিবাহিত স্ত্রীকেই প্রকাশ্যে বেটার হাফ বলেন দম্পতিরা। সেই সঙ্গে পোস্ট করেছেন একাধিক ভালবাসা ও চুম্বনের স্মাইলি।

ফলে সঙ্গে-সঙ্গে দ্বিতীয় পোস্টটি করেন ললিত। সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন, “আপনাদের বোঝার জন্য এই টুইট করছি। আমরা বিয়ে করিনি। কেবল একে-অন্যকে ডেট করছি। আমাদের একদিন বিয়েটাও হয়ে যাবে।” সুস্মিতা সেন বিয়ে করবেন ললিত মোদীকে। এই খবরেও হিল্লোল তুলেছে তাঁর অনুরাগীদের মনে। দ্বিতীয় টুইটে সুস্মিতাকে বিয়ে করার স্পষ্ট আভাস দিয়েছেন ললিত।