Nawazuddin Siddiqui: “আমার আর ইরফান ভাইয়ের মধ্যে রেষারেষি ছিল না কোনওদিন”, বললেন নওয়াজ
'দ্য লাঞ্চবক্স' ছবিতে ইরফান খানের সঙ্গে কাজ করতে গিয়ে ঘাবড়ে গিয়েছিলেন নওয়াজ।
‘দ্য লাঞ্চবক্স’। বিষয়বস্তু নির্ভর একটি মোড় ঘোড়ানো ছবি। সেখানে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান। ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকিও। ছবি মুক্তির ৮ বছর হয়ে গিয়েছে। ছবিতে ইরফানের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। জানিয়েছেন, ইরফানের সঙ্গে পাঠ করতে গিয়ে কতখানি ঘাবড়ে ছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবি সম্পর্কে অনেক কথা শেয়ার করেছেন নওয়াজ। বলেছেন, “পরিচালক ঋতেশ বাত্রার সঙ্গে দুটি ছবিতে কাজ করেছি আমি। ‘দ্য লাঞ্চবক্স’-এ কাজ করার জন্য বেশি পয়সা পেয়েছি। ছবিটি অন্য মাত্রায় চলে গিয়েছিল। আন্তর্জাতিক তারকারাও টুইট করেছিলেন। কাল্টে পরিণত হয়েছে ‘দ্য লাঞ্চবক্স’।”
View this post on Instagram
ছবির পরিচালক সম্পর্কে নওয়াজ বলেছেন, “বাত্রা জানে ও কী চায়। আমাদের অভিনেতাদের কাজ করার অনেক সুযোগ করে দিয়েছিল। স্বাধীনতা দিয়েছিল অভিনেতাদের। বহু পরিচালকই অভিনেতাদের নিজস্বতা পছন্দ করেন না, মুখে যদিও অন্য কথা বলেন। কিন্তু ঋতেশ একদম সেরকম নয়। ‘দ্য লাঞ্চবক্স’-এর মতো ছবিতে ইরফান ভাইয়ের বন্ধুর চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।”
ইন্ডাস্ট্রিতে অনেকেই মনে করেন ইরফান ও নওয়াজের মধ্যে রেষারেষি আছে। এই জল্পনাকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন নওয়াজ। বলেছেন, “কোনওদিন এরকম কিছুই ছিল না। সব বাজে কথা। ছবিতে আমরা দু’জনেই চরিত্রে ডুবে গিয়েছিলাম। ইরফানের সঙ্গে আমার চিন্তাভাবনারও অনেক মিল পাই আমি। ‘দ্য লাঞ্চবক্স’-এ ইরফান ভাইয়ের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো অভিজ্ঞতা। এখনও ওঁর মৃত্যু মেনে নিতে পারি না আমি। ফের কাজ করার সুযোগ পেলাম না আর।”
আরও পড়ুন: June Malia: এক বিশেষ মানুষের জন্য ‘হাওয়া-হাওয়াই’ গাইলেন জুন মালিয়া
আরও পড়ুন: Churni Ganguly: “অক্সফোর্ড আমার থেকে তোমাকে দূরে করে দিয়েছে”, ছেলের জন্মদিনে খোলা চিঠি চূর্ণীর
আরও পড়ুন: Kareena Kapoor Birthday: জন্মদিনে প্রিয় বোন বেবোর জন্য কী বার্তা পাঠালেন তাঁর দিদি লোলো?