Vicky-Katrina: ভিকি-ক্যাটরিনার বিয়েতে কেমন সেজেছিলেন নেহা-অঙ্গদ?

প্রিয় বন্ধুর বিয়েতে হাতে মেহেন্দি পরা ভারতীয় সংস্কৃতির অংশ। নেহাও বাদ দেননি। ভিক্যাটের বিয়েতে তাঁর হাতেও লেগেছিল মেহেন্দির রঙ। তাতে লেখা ছিল অঙ্গদের নাম। পরেছিলেন কালো রঙের কাফতান।

Vicky-Katrina: ভিকি-ক্যাটরিনার বিয়েতে কেমন সেজেছিলেন নেহা-অঙ্গদ?
নেহা-অঙ্গদ।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2021 | 9:38 AM

বলিউডের হাতেগোনা সেলেব যোগ দিয়েছিলেন ভিক্যাটের বিয়েতে। পাপারাজ্জির নজর এড়িয়ে চুপিসারে পৌঁছে গিয়েছিলেন রাজস্থানের সিক্স সেন্স দুর্গে। বিয়ের শর্ত অনুসারে, কোনও ছবি শেয়ার করাও ছিল বারণ। ভিক্যাটের বন্ধু তালিকায় অন্যতম জুটি হল নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। বিয়েতে আমন্ত্রিত ছিলেন তাঁরাও। তখন কোনও ছবি শেয়ার না করলেও অবশেষে ছবি শেয়ার করেছেন তাঁরা। বন্ধুর বিয়েতে কেমন সেজেছিলেন নেহা-অঙ্গদ?

প্রিয় বন্ধুর বিয়েতে হাতে মেহেন্দি পরা ভারতীয় সংস্কৃতির অংশ। নেহাও বাদ দেননি। ভিক্যাটের বিয়েতে তাঁর হাতেও লেগেছিল মেহেন্দির রঙ। তাতে লেখা ছিল অঙ্গদের নাম। পরেছিলেন কালো রঙের কাফতান। অন্যদিকে ভিক্যাটের বিয়েতে লুক আগেই শেয়ার করেছিলেন অঙ্গদ। সব মিলিয়ে বন্ধুর বিয়েতে যে দারুণ উপভোগ করেছেন নেহা-অঙ্গদ, সে ধারণা করাই যায়। গত ৯ ডিসেম্বর রাজস্থানে সাতপাকে বাঁধা পড়েন ভিক্যাট। ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিচ্ছু বলেননি। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন।

View this post on Instagram

A post shared by Neha Dhupia (@nehadhupia)

তাঁদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাঁদের বয়সের ফারাক, কেরিয়ার প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ। তাঁদের বাগদানের খবর নিয়েও বারেবারেই রটেছে নানা ধরনের গুঞ্জন। ভিকির দিদি বিয়ের কিছুদিন আগেও দাবি করেছেন তাঁদের ভাই বিয়ে করছেন না। অতীতে দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের নিয়ে নিয়েও নেটিজেনদের উৎসাহ থাকলেও ভিক্যাটের বেলায় যেন উৎসাহ হাজার গুণ বেশি। স্টারডমের দিক দিয়ে বাকি দুই জুটির থেকে ভিক্যাট অনেক এগিয়ে এ কথা বলা যায় না। নেটিজেনদের উত্তর, সম্পর্ক নিয়ে এই লুকোচুরিই কোথাও গিয়ে ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল এই হাই প্রোফাইল বিয়ের।

আরও পড়ুন- Tollywood Serial TRP: বর্ষশেষে ‘স্টার’ চমক, টিআরপিতে জ্বলজ্বল ‘গাঁটছড়া’, ঘাড়ে নিঃশ্বাস জি-এর!

View this post on Instagram

A post shared by ANGAD BEDI (@angadbedi)