Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Friendship Day: অমিতাভ বচ্চন বন্ধুত্বের দিবসে পরিচয় করালেন নতুন বন্ধুদের সঙ্গে

Amitabh Bachchan: তিনি পোস্টারটি শেয়ার করার পরপরই, তাঁর নাতনি নভ্যা নভেলি নন্দা, যাঁর সোশ্যাল মিডিয়ায় ভক্ত সংখ্যা নেহাত কম নয়, একটি লাল হার্ট ইমোজি দেন।

Friendship Day: অমিতাভ বচ্চন বন্ধুত্বের দিবসে পরিচয় করালেন নতুন বন্ধুদের সঙ্গে
অমিতাভ বচ্চন
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2022 | 2:11 PM

রবিবার বন্ধুত্বের দিবস। আর এই দিনকেই  বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) বেছে নিয়েছেন তাঁর নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় করানোর জন্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জানালেন কে বা কারা তাঁর নতুন বন্ধু। তিনি তাঁর পোস্ট শেয়ার করেছেন অনুপম খের, বোমান ইরানি, নীনা গুপ্তা এবং পরিণীতি চোপড়ার সঙ্গে। হ্যাঁ এরাই তাঁর নতুন বন্ধু। মূলত, অনুপম খের এবং বোমান ইরানি। এই দুই নতুন বন্ধুর সঙ্গে পাহাড়ে উঠবেন তাঁরা। এমনই একটি পোস্টার তিনি দিয়েছেন নিজের সোশ্যাল মাধ্যমে। আসলে অমিতাভের নতুন বন্ধুরা হচ্ছে সূরজ বরজাতিয়ার নতুন ছবি ‘উঁচাই’-এর সহ অভিনেতা। ২০২২ সালের বন্ধুত্ব দিবস উপলক্ষে ছবির প্রথম লুক আর পোস্টার লঞ্চ করেছেন তিনি।

কী রয়েছে ছবির পোস্টার? দেখা যাচ্ছে, তিনজন (যাঁরা বিগ বি, অনুপম এবং বোমন বলেই মনে হচ্ছে) একটি তুষার ঢাকা পাহাড়ে উঠছেন। সূরজ বরজাতিয়া পরিচালিত ছবিটি ১১ নভেম্বর ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির প্রথম লুক বলে দিচ্ছে বয়সকে তুড়ি মেরে তিন বন্ধুর পাহাড়ের চূড়ায় পৌঁছোনোর বিষয় নিয়ে তৈরি এই ছবি।

অন্যদিকে পোস্টারটি তাঁর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে বিগ বি লিখেছেন, “আমাদের আসন্ন #রাজশ্রী চলচ্চিত্র #উঁচাই-এর প্রথম দৃশ্যের সঙ্গে #বন্ধুত্ব দিবস উদযাপন করুন। বন্ধুত্ব উদযাপনের যাত্রায় আমার সঙ্গে @অনুপমখের এবং @বোমান_ইরানিকেও সঙ্গে নিন। @rajshrifilms এবং #এর একটি চলচ্চিত্র SoorajBarjatya, @uunchaithemovie ১১.১১.২২ তারিখে আপনাদের কাছাকাছি সিনেমা হল হবে।”

তিনি পোস্টারটি শেয়ার করার পরপরই, তাঁর নাতনি নভ্যা নভেলি নন্দা, যাঁর সোশ্যাল মিডিয়ায় ভক্ত সংখ্যা নেহাত কম নয়, একটি লাল হার্ট ইমোজি দেন। অভিষেক বচ্চনও হাত তোলার মানে প্রণাম জানানোর ইমোজি দিয়েছেন। রোহিত রায় মন্তব্য করেছেন, “হুওআআ!! এর জন্য অপেক্ষা করতে পারছি না অমিতজি!!”

অমিতাভ এই ছবি ছাড়াও রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ করছেন। ছবিতে তাঁর লুক ইতিমধ্যেই দর্শকদের সামনে এসেছে। তিনি তাঁর ‘পিকু’ দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘প্রজেক্ট কে’ আর ‘দ্য ইন্টার্ন’ ছবিতে কাজ করছেন। ‘প্রজেক্ট কে’ ছবিতে প্রভাস মুখ্য চরিত্রে অভিনয় করছেন। আর দক্ষিণের নায়কের পাশাপাশি নায়িকা রশ্মিকা মনদানার সঙ্গে ‘গুডবাই’ ছবিতে কাজ করছেন। অক্টোবর মাসে সেই ছবি মুক্তি পাবে।

নতুন তিন বন্ধু