প্রাক্তন স্ত্রীর ছবি দেখে তারিফ হৃতিকের, বাদ গেলেন না সুজানের রিউমারড বয়ফ্রেন্ডের ভাইও
এখানেই শেষ নয়। ছবিতে কমেন্ট করেছেন টেলিভিশন স্টার আলি গোনি। বলিপাড়ার গুঞ্জন আলির দাদা আরসালান গোনির সঙ্গেই নাকি এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন সুজান।
সম্পর্কের আইনি সুতো ছিঁড়েছে আগেই। কিন্তু বন্ধুত্ব রয়েছে। সেই প্রমাণ যেন আরও একবার মিলল প্রাক্তন স্ত্রীর কমেন্ট সেকশনে। কথা হচ্ছে হৃতিক রোশন এবং সুজান খানের। একটি ছবি পোস্ট করেছিলেন সুজান। সেই ছবিতেই হৃতিকের কমেন্ট তাতে যেন যোগ করল অন্য মাত্রা।
ছবি পোস্ট করে সুজান লিখেছিলেন, “একটি মহান হৃদয় মিরাকেলের কাছে চুম্বকের মতো’। সুজানের ছবি দেখে গ্রীক গডের কমেন্ট, ‘আরে ওয়াহ’। ওই কমেন্টের পাল্টা কমেন্ট করতে ছাড়েননি নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘সত্যিকারের লাভ স্টোরি বোধহয় একেই বলে।” যদিও এসেছে নেতিবাচক কমেন্টও। এক নেটিজেন লিখেছেন, “তারিফই যদি করতে হতো তবে বিচ্ছেদ কেন?”
এখানেই শেষ নয়। ছবিতে কমেন্ট করেছেন টেলিভিশন স্টার আলি গোনি। বলিপাড়ার গুঞ্জন আলির দাদা আরসালান গোনির সঙ্গেই নাকি এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন সুজান।
View this post on Instagram
২০০০ সালে বিয়ে করেন হৃতিক-সুজান। ২০১৩তে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। নাম রেহান এবং রিদান। সন্তানের দেখভালের স্বার্থে বিচ্ছেদের পরেও দুই বাড়িতেই দুইজনের অবাধ যাতায়াত, সন্তানকে নিয়ে একসঙ্গে ঘুরতেও দেখা যায় তাঁদের। যা মনে করিয়ে দেয় সাম্প্রতিক কালে আরও এক সেলেবের বিচ্ছেদকে আমির খান এবং কিরণ রাও। তাঁরা অবশ্য যৌথ বিবৃতি দিয়ে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন।
যদিও বিচ্ছেদের পর দিনই হাতে হাত রেখে লাইভে এসেছিলেন আমির-কিরণ। এক সঙ্গে নাচের ভিডিয়োও শেয়ার করেছেন সম্প্রতি। গিমিক? পাব্লিস্টি স্টান্ট? উঠেছে প্রশ্ন। অনেকেই বলছেন, আমির-কিরণের দাম্পত্য বিচ্ছেদের সিদ্ধান্ত তো একদিনে নেওয়া নয়। গত বছর ডিসেম্বরেও একসঙ্গে বিবাহবার্ষিকী পালন করেছিলেন তাঁরা। কেক কাটা, সেলিব্রেশনের সে সব ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন। তার পরের কয়েক মাসে কী এমন হল? এতদিন সুখী দাম্পত্যের ছবি প্রকাশ করার পর হঠাৎই বিচ্ছেদের সিদ্ধান্ত এবং কোপেরেন্টিংয়ের বিবৃতিতে প্রশ্ন উঠছে, এ নেহাতই সেলিব্রিটিদের চিরাচরিত শো-অফ?
আরও পড়ুন-জীবন-যুদ্ধে একটা হাত লাগে, তিয়াসাকে সেই হাতটা বাড়িয়েছিলাম আমিই: সুবান রায়