রাহুল-আথিয়াকে একসঙ্গে বেশ ভাল মানায়, তাই না?: সুনীল শেট্টি
Athiya- Rahul: এক আন্তর্জাতিক আইওয়ার ব্র্যান্ডের অ্যাম্বাসাডর রাহুল-আথিয়া। তা নিয়ে অবশ্য উচ্ছ্বসিত বাবা সুনীল।
কেএল রাহুল এবং আথিয়া শেট্টি। একজন বাইশ গজে বিশ্ব কাঁপান অন্যজন অভিনেতা হিসেবে বলিউডে পথ চলা শুরু করেছেন। দ্বিতীয় জনের যদিও আরও এক পরিচয় রয়েছে। তিনি স্টার কিড। সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। রাহুল-আথিয়ার সম্পর্কের গুঞ্জন বহু চর্চিত। সাম্প্রতিক খবর, ইংল্যান্ডে World Test Championship উপলক্ষে রাহুলের সফরসঙ্গী হয়েছেন আথিয়াও। গুঞ্জন, কে এল রাহুল নাকি নিজের সঙ্গীনি হিসাবে আথিয়ার নাম BCCI-র কাছে জমা দিয়েছেন। এ বার আথিয়া-রাহুলের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা সুনীল শেট্টি।
সুনীল দাবি করেছেন তাঁর মেয়ে ইংল্যান্ড গিয়েছে ভাই আহানের সঙ্গে ছুটি কাটাতে। সম্প্রতি সুনীল নিজেই ছেলের ইংল্যান্ড ট্রিপের এক ভিডিয়ো শেয়ার করেছিলেন। যদিও সেই ভিডিয়োতে মেয়ে আথিয়াকে দেখা যায়নি। উপরন্তু জায়গা করে নিয়েছেন রাহুল। সুনীল বলছে, রাহুল এবং আহান খুব ভাল বন্ধু। রাহুল আবার তাঁর প্রিয় ক্রিকেটারও।
View this post on Instagram
আর মেয়ের সঙ্গে সম্পর্ক? সুনীলের কথায়, “আমার মনে হয় যাঁদের নিয়ে কথা উঠছে তাঁরাই সবচেয়ে বেশি ভাল বলতে পারবে।” এক আন্তর্জাতিক আইওয়ার ব্র্যান্ডের অ্যাম্বাসাডর রাহুল-আথিয়া। তা নিয়ে অবশ্য উচ্ছ্বসিত বাবা সুনীল। তাঁর কথায়, “আন্তর্জাতিক ব্র্যান্ড ওঁদের বেছে নিয়েছে। আমার মনে হয় একসঙ্গে ওঁদের বেশ মানায়। ওঁরা বেশ গুড লুকিং কাপল, তাই না? সবশেষে আরও একবার বলি, ওঁদের একসঙ্গে দেখতে বেশ ভাল লাগে, ঠিক কি না?” কায়দা করে এড়িয়ে গেলেও অজান্তে মেয়ের সম্পর্কের কথা কি স্বীকার করেই নিলেন সুনীল শেট্টি? উঠছে প্রশ্ন।