আইসিইউতে ১৪ দিন কাটিয়ে অবশেষে কোলের সন্তানের কাছে ফিরলেন অনিরুদ্ধ
তিনি লিখেছেন, "ধন্যবাদ বড়ই তুচ্ছ শব্দ। ২২টা দিন হাসপাতালের বিছানায়। টানা অক্সিজেন চলেছে। কিন্তু যে সাহস আপনারা জুগিয়ে গিয়েছেন সেই ঋণ কখনও শোধ করতে পারব না। "
আইসিইউতে ১৪ দিন। যমে-মানুষে টানাটানি। অবশেষে সব বাধা কাটিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন অভিনেতা অনিরুদ্ধ দাভে। বহু দিন পর দেখা হল তাঁর সন্তানের সঙ্গে। এ কথা নিজেই জানিয়েছেন অনিরুদ্ধ।
তিনি লিখেছেন, “ধন্যবাদ বড়ই তুচ্ছ শব্দ। ২২টা দিন হাসপাতালের বিছানায়। টানা অক্সিজেন চলেছে। কিন্তু যে সাহস আপনারা জুগিয়ে গিয়েছেন সেই ঋণ কখনও শোধ করতে পারব না। ” সঙ্গে সাদা-কালোতে পোস্ট করেছেন একরত্তির ছবি। প্রসঙ্গত, আইসিইউতে ১৪ দিন থাকলেও অনিরুদ্ধর হাসপাতালে মোট কেটেছে ২২ দিন। যদিও এখনও পুরোপুরি সুস্থ নন অভিনেতা। ফুসফুসের সংক্রমণ এখনও সেরে ওঠেনি। ভোপালে একটি শুটিং করতে গিয়েই কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি।
আরও পড়ুন, মা হলেন শ্রেয়া ঘোষাল, খুশি গোটা পরিবার
অভিনেতার এই খুশির খবরে আনন্দিত ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল নেমেছে। সব বাধা কাটিয়ে তিনি যাতে আবারও কাজে ফিরতে পারেন সেই কামনাই করেছেন তাঁর অনুরাগীরা। অক্ষয় কুমারের আগামী ছবি ‘বেল বটম’-এ দেখা যাবে অনিরুদ্ধকে।
View this post on Instagram