Laal Singh Chaddha: ‘মানুষ অলস, মৌলিক গল্প ভাবতে পারেন না’, ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা নিয়ে এবার মুখ খুললেন প্রকাশ ঝা

Prakash Jha: প্রকাশের এটাও মনে হয়েছে 'বয়কট লাল সিং চাড্ডা' হ্যাশট্যাগ ক্যাম্পেনের জন্য ছবি ফ্লপ করেনি।

Laal Singh Chaddha: 'মানুষ অলস, মৌলিক গল্প ভাবতে পারেন না', 'লাল সিং চাড্ডা'র ব্যর্থতা নিয়ে এবার মুখ খুললেন প্রকাশ ঝা
'লাল সিং চাড্ডা'...
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2022 | 1:57 PM

তিন বছর ধরে তৈরি হয়েছে একটি ছবি। নানাবিধ রিসার্চের কাজ হয়েছে ১০ বছর ধরে। তারপর তৈরি হয়েছে ‘লাল সিং চাড্ডা’। আমির খানের ড্রিম প্রজেক্ট। বলিউডের এমন এক ছবি, যা তৈরি হয়েছে হলিউডের কালজয়ী ‘ফরেস্ট গাম্প’-এর অনুকরণে। কিন্তু ছবিটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এর নেপথ্যে রয়েছে বয়কট বলিউডের মতো হ্যাশট্যাগ ক্যাম্পেন। হতাশ হয়ে আমির খান মাস দু’-একের জন্য মার্কিন মুলুকে চলে গিয়েছেন প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও পুত্র আজ়াদের সঙ্গে। এরই মধ্যে ছবির বয়কট প্রভাব নিয়ে মুখ খুলেছেন ‘রাজনীতি’, ‘গঙ্গাজল’-এর পরিচালক প্রকাশ ঝা। তিনি বলেছেন, ছবি ভাল হলে সেটা সিনেমা হলে চলবেই চলবে।

এক সংবাদ মাধ্যমকে প্রকাশ বলেছেন, “ওদের বোঝা উচিত, ওরা জঘন্য ছবি তৈরি করছেন। কেবল পয়সা খরচ করলেই একটা ভাল ছবি তৈরি হয়ে যায় না। অভিনেতাদের বেশি পারিশ্রমিক দিলেও ভাল ছবি তৈরি হয় না। একটা ভাল গল্প দরকার। এমন একটা গল্প, যেটা পর্দায় দেখে সকলের ভাল লাগবে। সকলের মনোরঞ্জন হবে।”

প্রকাশ বলেছেন যে, বলিউডের নিজস্ব গল্প তৈরি করা উচিত। রিমেক নয়। বলেছেন, “যদি মৌলিক গল্প বলতে না চান, তা হলে ছবি তৈরি করা বন্ধ করে দিন। আমি মনে করি, অনেক পরিশ্রম করা উচিত মানুষের। মানুষ অলস হয়ে গিয়েছেন। সেই অলসতা থেকে এবার বেরিয়ে আসার সময় চলে এসেছে।” প্রকাশের এটাও মনে হয়েছে ‘বয়কট লাল সিং চাড্ডা’ হ্যাশট্যাগ ক্যাম্পেনের জন্য ছবি ফ্লপ করেনি।