Raghav-Shehnaaz: শেহনাজের সঙ্গে সত্যিই প্রেম? এই প্রথম ‘সত্যি’ ফাঁস রাঘবের
Raghav-Shehnaaz: এই মুহূর্তে ট্রেন্ডিং রাঘব জুয়াল ও শেহনাজের গিলের প্রেম। তাঁরা কি সম্পর্কে রয়েছেন?

এই মুহূর্তে ট্রেন্ডিং রাঘব জুয়াল ও শেহনাজের গিলের প্রেম। তাঁরা কি সম্পর্কে রয়েছেন? তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। প্রত্যেকদিনই নিত্যনতুন সব খবর সামনে আসছে। কখনও সলমন খান দিচ্ছেন ইঙ্গিত আবার কখনও বা খবর রটেছে বিগত এক বছর ধরেই নাকি লিভ ইন সম্পর্কে রয়েছেন তাঁরা। এবার এ সব যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন রাঘব। তাঁকে জল্পনা নিয়ে প্রশ্ন করতেই রাঘব বলেন, “আমি জানি না এই সব গুজব সত্যি কেউ বলে কিনা। কারণ, আমি নিজে কিছু না শুনলে, না দেখলে এই নিয়ে উত্তর কী দেব? আমি শুধু চাই আমায় সবাই অভিনেতা হিসেবে চিনুক। আমার কাজই শুধু কথা বলুক, এটাই আমি চাই। আমি ডাবল শিফটে কাজ করছি। এখন অবস্থা হয়েছে যে প্রেম করার সময়ই নেই। তাই শুধু কাজ ও ছবি নিয়েই কথা বলব”। অন্যদিকে র এক সাক্ষাৎকারে শেহনাজের ভরপুর প্রশংসা করেছেন রাঘব। তিনি বলেন, “আমার মনে হয় ওর মতো শক্ত মনের মেয়ে আর হয় না। ওর মতো শক্ত কেউ নেই। যদি সততা শিখতে চাও আমার মনে শেহনাজই সে ক্ষেত্রে আদর্শ শিক্ষক।” প্রেম যে করছেন না, সে ব্যাপারে সরাসরি না বলেননি রাঘব। বরং, এড়িয়ে গিয়েছেন। জানিয়েছেন তাঁর কাছে কাজই এখন একমাত্র ‘সত্যি’।
প্রসঙ্গত, শেহনাজের বিশেষ বন্ধু অভিনেতা সিদ্ধার্থ শুক্লা নেই প্রায় দুই বছর হতে চলল। তবু সিদ্ধার্থ ও শেহনাজ গিলের ভক্তদের কাছে তাঁরা আজও ‘সিডনাজ’। শেহনাজের জীবনে অন্য কোনও পুরুষের আগমন ঘটেছে জানলেই রে রে করে ছুটে আছেন অধিকাংশই। ট্রোল-মিমে ভরে ওঠে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এই নিয়েই রেগে গিয়েছিলেন সলমন খান। সিডনাজ ভক্তদের উদ্দেশে তাঁর পাল্টা প্রশ্ন, “শেহনাজ কি সারাজীবন অবিবাহিতই রয়ে যাবে?” সলমন বলেন, “আগে শেহনাজকে সবাই সিডনাজ সিডনাজ বলে ডাকত। এখন সিদ্ধার্থ এই পৃথিবীতে নেই। যেখানেই আছে ও নিশ্চয়ই চাইছে শেহনাজের জীবনেও কেউ আসুক। বিয়ে হোক, বাচ্চা হোক…”। সলমন যোগ করেন, “কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ এখনও সেই সিডনাজ সিডনাজ করেই যাচ্ছে। আরে বাবা শেহনাজ কি সারাজীবন অবিবাহিতই রয়ে যাবে?” সলমনের এই মন্তব্যে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, সলমন যা বলেছেন তা ঠিক, আবার কারও মতে সাফল্যের মোহেই নাকি মাথা ঘুরে গিয়েছে শেহনাজের।





