পরিচালক শঙ্করের পরবর্তী ছবিতে ফের জুটি বাঁধছেন আলিয়া-রাম চরণ

সঞ্জয় লীলা বনসালীর ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে অভিনয় করছেন আলিয়া। সবকিছু ঠিক চললে আগামী জুলাই মাসে মুক্তি পাবে ছবি।

পরিচালক শঙ্করের পরবর্তী ছবিতে ফের জুটি বাঁধছেন আলিয়া-রাম চরণ
রাম-আলিয়া-শঙ্কর।
Follow Us:
| Updated on: May 23, 2021 | 3:22 PM

দক্ষিণী সুপারস্টার রাম চরণ এবং আলিয়া ভাট একসঙ্গে ছবি করছেন। ছবির নাম ‘আরআরআর’। পরিচালক বাহুবলী খ্যাত এস এস রাজামৌলি। এ খবর আর নতুন নয়। যা নতুন তা হল, পরিচালক শঙ্করের পরবর্তী ছবিতেও অভিনেতা রাম চরণের সঙ্গে আবার দেখা যাবে রণবীরের প্রেমিকা আলিয়াকে।

আরও পড়ুন মা-কে হারানোর শোক এখনও কাটেনি, করোনা আক্রান্তদের অক্সিজেন মেশিনের ব্যবস্থা অরিজিতের

প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, ‘আরআরআর’-এ আলিয়ার কাজ দেখে মুগ্ধ হওয়ার পরে অভিনেত্রীর নাম রাম চরণ নিজেই প্রস্তাব করেছিলেন। শঙ্কর পরিচালিত এই প্যান-ইন্ডিয়া ফিল্মটির প্রযোজনা করেছেন দিল রাজু। কথা ছিল নির্মাতারা ছবির কাজ শুরু করে ফেলবেন কিন্তু পরিচালক কমল হাসানের ‘ইন্ডিয়ান-২’ এর শেষাংশ শুটিংয়ের জন্য ব্যস্ত থাকায় পিছিয়েছে ছবির শুটিং।

প্রতিবেদনটিতে আরওখবর, দিল রাজু ও শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ফিল্মটি তামিল, তেলগু এবং হিন্দি ভাষায় রিলিজ করা হবে। পরিচালকের সঙ্গে অভিনেতা রাম চরণ এই প্রথমবার কাজ করতে চলেছেন। যা মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই আলিয়া দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও একট বড় নাম হয়ে উঠবেন!

কিছুদিন আগে এস এস রাজামৌলি ‘আরআরআর’ ফিল্মে রাম চরণ, আলিয়া এবং এনটিআরের প্রথম লুক প্রকাশ করেছেন। দর্শকদের নজরও কেড়েছে প্রত্যেকের ফার্স্ট লুক।

রিপোর্ট অনুযায়ী, ‘আরআরআর’ নির্মাতারা জি গ্রুপের ফিল্ম রিলিজের পরবর্তীতে স্যাটেলাইট এবং ডিজিটাল সত্ত্ব বিক্রি করেছেন ৩২৫ কোটি টাকায়। ফিল্মের সমস্ত সত্ত্ব বিক্রি করে ৪৫০ কোটি টাকা আয় করেছে নির্মাতারা।

সঞ্জয় লীলা বনসালীর ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে অভিনয় করছেন আলিয়া। সবকিছু ঠিক চললে আগামী জুলাই মাসে মুক্তি পাবে ছবি। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে ফিল্মটি পিছিয়ে যাওয়ার সম্ভবনাও রয়েছে।