Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অবশেষে সামনে এল রাহা, বাবা-মা নয়, এই নায়কের মতো দেখতে তাঁকে!

Raha Kapoor: রণবীর কাপুর ও আলিয়া ভাট বলেছিলেন, অন্তত দুই বছর মেয়ের মুখ দেখাতে চান না তাঁরা। পাপারাৎজিকে অনুরোধ করেছিলেন তাঁদের এই ইচ্ছের দাম যেন তাঁরা দেন। পাপারাৎজি কথা রেখেছে, আর সেই কারণেই দুই বছরের খানিক আগেই, মানে এক বছর পূর্ণ হতেই বড়দিনের দিন জীবনের সবচেয়ে বড় পুরস্কারকে সবার সামনে তুলে ধরলেন রালিয়া।

অবশেষে সামনে এল রাহা, বাবা-মা নয়, এই নায়কের মতো দেখতে তাঁকে!
বাবা-মায়ের কোলে ছোট্ট রাহা।
Follow Us:
| Updated on: Dec 25, 2023 | 5:17 PM

রণবীর কাপুর ও আলিয়া ভাট বলেছিলেন, অন্তত দুই বছর মেয়ের মুখ দেখাতে চান না তাঁরা। পাপারাৎজিকে অনুরোধ করেছিলেন তাঁদের এই ইচ্ছের দাম যেন তাঁরা দেন। পাপারাৎজি কথা রেখেছে, আর সেই কারণেই দুই বছরের খানিক আগেই, মানে এক বছর পূর্ণ হতেই বড়দিনের দিন জীবনের সবচেয়ে বড় পুরস্কারকে সবার সামনে তুলে ধরলেন রালিয়া। সামনে আনলেন ছোট্ট রাহাকে। সেই চেনা চোখ, ফোলা গাল, আর নীল রঙের চোখের মণি। দেখে অবাক হয়ে গেলেন নেটিজেনরা– এ তো সাক্ষাৎ রূপকথার রাজকন্যা। বাবা রণবীর কাপুর অথবা মা আলিয়া ভাটের সঙ্গে মুখের মিল খুঁজে পেলেন নান তাঁরা। তবে এই নায়কের সঙ্গে নাকি বেজায় মিল রয়েছে তাঁর? কে তিনি? তিনি আর কেউ নন, রণবীর কাপুরেরও দাদু, রাহার বড় দাদু অর্থাৎ গ্রেট গ্র্যান্ডফাদার রাজ কাপুরের মতো। ওই নীল রঙের চোখে যে তাঁর কাছ থেকেই পাওয়া। ওদিকে পিসি করিশ্মা কাপুরেরও নীল চোখ। সব মিলিয়ে নেটিজেনদের মতে ভাট নয়, কাপুর পরিবারের সঙ্গে বেশি মিল রয়েছে তার।

এ দিন এত ক্যামেরা দেখে খানিক গম্ভীরই ছিল ছোট্ট রাহা। বাবার কোলে চেপে ক্যামেরার দিকে হাত নাড়তে দেখা যায় তাকে। ওদিকে হাজির ছিলেন গর্বিত মা আলিয়াও। গত বছর নভেম্বরে জন্ম হয় আলিয়ার। কাপুর পরিবারের অন্দরের খবর, মেয়ে হওয়ার পরেই পুরোপুরি বদলে গিয়েছেন রণবীর। বাবা হিসেবে পালন করছেন সব দায়িত্ব।