Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir Kapoor Relationships: অসম্ভব রাগ দীপিকার, আমার মতো পুরুষের সঙ্গেই থাকা উচিত ওঁর: রণবীর কাপুর

Ranbir-Deepika Romance: তখন ইন্ডাস্ট্রিতে রণবীর এবং দীপিকা দু'জনই নতুন। একজন বলিউডের তারকা সন্তান। প্রয়াত ঋষি কাপুর এবং নিতু সিং কাপুরের পুত্র। অন্যজন বলিউডো এসেছেন খেলোয়াড় পরিবার থেকে। প্রকাশ পাড়োকোনের মেয়ে দীপিকা। শুরুতে দারুণ মাখোমাখো প্রেম ছিল তাঁদের। কিন্তু ক্যাটরিনা কাইফের আগমনের কারণে ফাটল ধরে দুই তারকার মধ্যে।

Ranbir Kapoor Relationships: অসম্ভব রাগ দীপিকার, আমার মতো পুরুষের সঙ্গেই থাকা উচিত ওঁর: রণবীর কাপুর
দীপিকার সঙ্গে অমিতাভ।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2023 | 1:52 PM

সম্প্রতি রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই পুরনো সাক্ষাৎকারের ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, দীপিকা পাড়ুকোন সম্পর্কে নানা কিছু বলে চলেছেন রণবীর। দীপিকার রাগ থেকে শুরু করে ব্রেকফাস্টে তাঁর মশলা ধোসা খাওয়ার অভ্যেস–সবই ফাঁস করেছেন রণবীর। এবং এও বলেছেন, তাঁর মতো পুরুষের সঙ্গেই থাকা দরকার দীপিকার।

রাগলে জিনিসপত্র ছুড়ে ফেলেন দীপিকা। জানিয়েছিলেন রণবীর। প্রতিদিন ব্রেকফাস্টে মশলা ধোসা, ইডলি-সাম্বার না হলে চলে না তাঁর। দীপিকার জন্য রণবীর কাপুরই একমাত্র সঠিক পুরুষ, সে কথাও জানিয়েছিলেন রণবীর। উত্তরের দীপিকা বলেছিলেন, একেবারেই তো নয়।

তখন ইন্ডাস্ট্রিতে রণবীর এবং দীপিকা দু’জনই নতুন। একজন বলিউডের তারকা সন্তান। প্রয়াত ঋষি কাপুর এবং নিতু সিং কাপুরের পুত্র। অন্যজন বলিউডো এসেছেন খেলোয়াড় পরিবার থেকে। প্রকাশ পাড়োকোনের মেয়ে দীপিকা। শুরুতে দারুণ মাখোমাখো প্রেম ছিল তাঁদের। কিন্তু ক্যাটরিনা কাইফের আগমনের কারণে ফাটল ধরে দুই তারকার মধ্যে। ক্যাটরিনার সঙ্গেও পরবর্তীকালে সম্পর্ক ভেঙে যায় রণবীরের। আজ পর্যন্ত তিক্ততা মেটেনি দীপিকা-ক্য়াটরিনার। তবে সম্পর্ক ভেঙে গেলেও দীপিকা-রণবীর এখনও সুসম্পর্ক বজায় রেখে চলেন।

দু’জনেই নিজনিজ জীবনে এগিয়ে গিয়েছেন। দীপিকা বিয়ে করেছেন রণবীর সিংকে। বেলজিয়ামে তাঁদের ৫ বছরের বিবাহবার্ষিকীও পালিত হবে। অন্যদিকে রণবীর বিয়ে করেছেন আলিয়া ভাটকে। তাঁদের ফুটফুটে কন্যা সন্তান রাহারও এক বছর হয়ে গিয়েছে।