Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Secrets: জন্মের পরপর হাসপাতালে অন্য বাচ্চার সঙ্গে পাল্টে গিয়েছিলেন রানি, তারপর সে কী কাণ্ড!

Rani Mukherji: একমাত্র রানির মা কৃষ্ণা মুখোপাধ্য়ায়ই বলেছিলেন, বাচ্চা বদল হয়েছে। সিমি গারেওয়ালের শোতে এসে এমন অত্যাশ্চর্য ঘটনার কথা শেয়ার করেছিলেন রানি।

Bollywood Secrets: জন্মের পরপর হাসপাতালে অন্য বাচ্চার সঙ্গে পাল্টে গিয়েছিলেন রানি, তারপর সে কী কাণ্ড!
রানী মুখোপাধ্যায়- কুইন চেইন স্মোকার বলেই ডাকা হয় তাঁকে। এই ব্যঙ্গের একটাই কারণ। রানি মুখোপাধ্যায় ধুমপান ছাড়া থাকতেই পারেন না।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2022 | 7:14 PM

এরমকটা আমাদের জীবনে নিশ্চয়ই হয়েছে। অনেক সময়ই মজা করে ভাই-বোনেরা, আত্মীয়া, এমনকী বাবা-মায়েরাও বলে থাকেন, ‘তুই আমাদের সন্তান নোস, নির্ঘাত হাসপাতালে বদল হয়ে গিয়েছিলি।’ এটা একটা প্রচলিত জোক, অর্থাৎ মস্করা। কিন্তু আপনি কি জানেন, অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের জীবনে এই মস্করাই চরম সত্য। কীভাবে জানেন? রানি যে হাসপাতালে জন্মেছিলেন, সেখানে তিনি অন্য একটি বাচ্চার সঙ্গে পাল্টাপাল্টি হয়ে গিয়েছিলেন। কেউ সে কথা বিশ্বাসই করতে রাজি ছিলেন না। কিন্তু ওই যে, মায়ের চোখকে ফাঁকে দেওয়া মুশকিল।

একমাত্র রানির মা কৃষ্ণা মুখোপাধ্য়ায়ই বলেছিলেন, বাচ্চা বদল হয়েছে। সিমি গারেওয়ালের শোতে এসে এমন অত্যাশ্চর্য ঘটনার কথা শেয়ার করেছিলেন রানি। তিনি বলেছিলেন,

“আমাকে প্রথমে মায়ের কাছে নিয়ে এসেছিলেন সেই হাসপাতালের নার্স। তারপর আমার পোশাক পরিবর্তন করতে নিয়ে গিয়েছিলেন অন্য জায়গায়। যে বাচ্চাকে মায়ের কাছে ফেরত আনেন তিনি, প্রথমে মাও খেয়াল করেননি। আমার মামাদের সঙ্গে গল্পে ব্যস্ত ছিলেন। তারপরই আর্তনাদ করেন ওঠেন এই বলে, ‘এতো আমার সন্তান নয়। এ তো অন্য় বাচ্চা।’ আমার মামারা মায়ের কথা পাত্তাই দেননি সেদিন। নার্সও মায়ের কথাকে আমল দেননি। মা নিজে উঠে গিয়ে হাসপাতালের প্রতি ঘরে খোঁজ করেন। তারপর আমাকে পাওয়া যায় এক সর্দারজির কেবিনে। তাঁর আগের থেকেই ৬টি কন্যা সন্তান। সাত নম্বরকে ভুল প্রমাণ করে আমার জায়গায় মায়ের কাছে নিয়ে আসেন সেই নার্স। জানেন আমার মা আমাকে কীভাবে চিনেছিলেন, আমার চোখেন মণির রং দেখে। তখনও হালকাই ছিল রং।”

রানি আসলে কৃষ্ণা মুখোপাধ্যায় ও পরিচালক রাম মুখোপাধ্যায়ের কন্যা। সেদিন যদি সত্যি তিনি পাল্টাপাল্টি হয়ে যেতেন হাসপাতালে, আজ তাঁকে কি আমরা চিনতাম… কে জানে!?