Ranveer Singh: দীপিকা ‘লক্ষ্মী’, ওর জন্যই আমি আজ এখানে: রণবীর সিং
Ranveer-Deepika: কেবল ব্যক্তিজীবনে নয়। রণবীর ও দীপিকার অন-স্ক্রিন কেমিস্ট্রি নিয়েও অনেক কথা হয়।
সোমবার (২৫.০৪.২০২২) মুম্বইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর সিং। সেখানে গিয়ে মন জয় করেছেন অভিনেতা। ফের কথা বলেছেন স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্পর্কে। সাংবাদিকরা তাঁকে দীপিকা সম্পর্কে প্রশ্ন করেছিলেন। তাঁদের প্রশ্নের উত্তর দিতে গিয়েই দারুণ কিছু মন্তব্য করেছেন ‘দিপু’কে নিয়ে। সেই অনুষ্ঠানে রণবীরের আসন্ন ছবি ‘জয়েশভাই জোরদার’-এর একটি গান রিলিজ় করে। তারপর সাংবাদিকদের প্রশ্ন-উত্তরের সুযোগ করে দেওয়া হয়। স্ত্রী দীপিকা সম্পর্কে প্রশংসা করতে দেখা যায় রণবীরকে। তাঁর সাফল্যের জন্য দীপিকার ভূমিকা নিয়ে কথা বলেন রণবীর। দীপিকাকে তাঁর ‘লক্ষ্মী’ বলেছেন অভিনেতা।
রণবীর বলেছেন, “আমি খুবই লাকি। আমার বাড়িতে স্বয়ং লক্ষ্মী রয়েছেন। যবে থেকে আমার জীবনে তিনি এসেছেন.. আমার জীবনের সাফল্য অন্য মাত্রা পেয়েছে। জীবনের সঠিক দিশা খুঁজে পেয়েছি আমি।”
কেবল ব্যক্তিজীবনে নয়। রণবীর ও দীপিকার অন-স্ক্রিন কেমিস্ট্রি নিয়েও অনেক কথা হয়। তাঁর একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন। সব ক’টিই ব্লকবাস্টার হিট। ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’… দীপিকা-রণবীরের দারুণ সমস্ত ছবি। রণবীরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘৮৩’তে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। ১৯৮৩ সালে দু’বারের বিজয়ী ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু কবীর সিংয়ের সেই ছবি প্রত্যাশা মতো কাজ করতে পারেনি বক্সঅফিসে। কিন্তু তাও ১০০ কোটির ব্যবসা করেছিল। ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর। তাঁর পারফরম্যান্স দর্শক ও সমালোচকদের হাততালি কুড়িয়েছিল। সেই ছবিতেও দীপিকা ছিলেন কপিল দেবের স্ত্রীর চরিত্রে। ছবির সহ-প্রযোজকও ছিলেন দীপিকা।
রণবীরের আসন্ন ছবির নাম ‘জয়েশভাই জোরদার’। মে মাসের ১৩ তারিখ মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: Javed Jaffrey: এখনকার রিয়্যালিটি শো নিয়ে বিস্ফোরক মন্তব্য জাভেদ জাফরির!
আরও পড়ুন: Salman Khan-Kangana Ranaut: এবার সলমনকে হারালেন কঙ্গনা, তিনি নাকি সেরা ‘হোস্ট’…