Ranbir Kapoor Controversy: বন্ধুদের সঙ্গে উত্তাল পার্টি করে বেসামাল রণবীর, মুহূর্তে ফোটোগ্রাফারের ক্যামেরা ছিনিয়ে নিলেন কাপুর-সন
Rabir kapoor: প্রকাশ্যে ক্যামেরা ছিনিয়ে নিয়েছিলেন হাত থেকে। তা ফেরতও দেননি তিনি সেদিন রাতে। ক্যামেরা হাতে নিয়ে সোজা বাড়ি ঢুকে গিয়েছিলেন তিনি।
বি-টাউনে এখন হটকেক রণবীর কাপুর। ব্রহ্মাস্ত্র থেকে শুরু করে বিয়ের আসর, একের পর এক খবরের জেরে সর্বদাই ট্রেন্ডে এই সেলেবস্টারের নাম। কেরিয়ারের শুরু থেকেই কাপুর পরিবারের পুত্র বলে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন। সেখান থেকে নিজের জায়গা পাকা করতে খুব বেশি সময় নেননি রণবীর তাঁর ভাল অভিনয়গুনে। তবে সেই চর্চার পাশাপাশি একইভাবে সেলেব দুনিয়ায় জায়গা করে নিয়েছিলেন একের পর এক প্রেমের সম্পর্কের জেরে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল রণবীর কাপুরের লাভস্টোরি। কখনও ক্যাটরিনা, কখনও আবার দীপিকা পাড়ুকোন। রঙিন সম্পর্কের মাঝে বেসামাল জীবন যাপনই বেশি পছন্দ করতেন প্রাথমিকভাবে রণবীর।
খুব একটা গোছানো ছিলেন না রণবীর কাপুর। মধ্যরাত পর্যন্ত পার্টি থেকে শুরু করে সেলিব্রেশন, কোনও খামতি থাকত না উল্লাসে। আর তার জেরে একটা সময় একাধিকবার বিতর্কের কেন্দ্রে নাম থেকেছে রণবীর কাপুরের। একবার মধ্যরাতে তিনি মিডিয়ার ওপর চরাও হয়ে গিয়েছিলেন। রাত তখন তিনটে। সেই সময় হঠাৎই রণবীরকে পার্টি করে বাড়ি ফিরতে দেখা যায়। উপস্থিত পাপরাজিৎরা তাঁকে দেখা মাত্রই ক্যামেরা নিয়ে তাঁর সামনে ছুঁটে গিয়েছিলেন। প্রথমটাই রণবীর মানা করেছিলেন ছবি নিতে। কিন্তু পাপরাজিৎরা না শুনলে তিনি মুহূর্তে মেজাজ হারিয়েছিলেন।
প্রকাশ্যে ক্যামেরা ছিনিয়ে নিয়েছিলেন হাত থেকে। তা ফেরতও দেননি তিনি সেদিন রাতে। ক্যামেরা হাতে নিয়ে সোজা বাড়ি ঢুকে গিয়েছিলেন তিনি। পরের দিন সকালে সেই ক্যামেরা ফেরত নিয়ে গিয়েছিলেন ফোটোগ্রাফার। মুহূর্তে সেই খবর ভাইরাল হয়ে গিয়েছিল নেট দুনিয়ায়। রণবীরকে নিয়ে পাপরাজিৎদের মধ্যে খানিক রাগারাগি হলেও, একটা সময়ের পর নিজেকে আমুল বদলে নিয়েছিলেন রণবীর। আর তবে থেকেই আর.কে. মানেই সকলের মনের খুব কাছের সেলেবস্টার। এখন ডায়েট মেনে নিজেকে যত্নে রাখেন কাপুর পুত্র।
আরও পড়ুন- Nora fatehi Controversy: প্রতারণার শিকার নোরা, ২০ লক্ষ টাকা জালিয়াতি, খোয়া গেছিল পাসপোর্ট