‘নাক কাট দি ম্যায়নে’, বাবা-মা’র কাছে ক্ষমা চাইলেন সারা!
Sara Ali khan: সইফ সোশ্যাল মিডিয়ায় নেই, অমৃতাও সক্রিয়ও নন। তাই মেয়ের এই আঘাতে সারার কমেন্ট বক্সে তাঁদের মন্তব্য করতে দেখা না গেলেও পিসি সাবা কমেন্ট করেছেন।
ক্ষমা চাইলেন সারা আলি খান। বাবা-মা’কে প্রকাশ্যেই সরি বললেন তিনি। বললেন, “নাক কেটে দিয়েছি”। আক্ষরিক অর্থেই নাক কেটেছে তাঁর। আহত হয়েছে সারা। ব্যাপারটা খুলেই বলা যাক…
সারা আলি খানকে যারা সোশ্যাল মিডিয়ায় ফলো করেন, তারা জানেন ‘নক নক’ নামক এক সেশনে মাঝেমধ্যেই অংশ নেন তিনি। ছুঁড়ে দেন রকমারি প্রশ্ন, উত্তর দেন বাহারি প্রশ্নের। সে রকমই এক সেশন করছিলেন তিনি এ দিন। সেখানে সারাকে দেখা যায় নাকে ব্যান্ডেজ লাগিয়ে রয়েছেন তিনি। সেই ব্যান্ডেজ খুলতেই বেরিয়ে এল আসল দৃশ্য। সারার নাক রক্তে ভরা। হ্যাঁ, নাক কেটে গিয়েছে তাঁর। সাধারণত প্রবাদ- অনুযায়ী নাক কেটে যাওয়া মানে সম্মানহানি হওয়া। এ ক্ষেত্রে তা না হলেও সারা ক্যাপশনে লিখেছেন, “সরি আম্মা আব্বা লেগে গেল… নাক কাট দি ম্যায়নে…”। যদিও কীভাবে আঘাত লেগেছে তা জানা যায়নি। প্রিয় অভিনেত্রীর রক্তাক্ত নাক দেখে দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
View this post on Instagram
সইফ সোশ্যাল মিডিয়ায় নেই, অমৃতাও সক্রিয়ও নন। তাই মেয়ের এই আঘাতে সারার কমেন্ট বক্সে তাঁদের মন্তব্য করতে দেখা না গেলেও পিসি সাবা কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, “আশা করছি ব্যাপারটা তেমন গুরুতর নয়। নিজের খেয়াল রেখো। ভালবাসি।”
দিন কয়েক আগেই তাঁর নতুন প্রেমের খবরে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। শোনা গিয়েছিল সুশান্ত-কার্তিকের পর তাঁর জীবনে আগমন হয়েছে নতুন পুরুষের। তিনি নায়িকার প্রথম ছবি ‘কেদারনাথ’-এর সহকারী পরিচালক জেহান হান্ডা। গত বছর সারার জন্মদিনে একসঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছিলেন জেহান। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু বন্ধুত্ব যে রয়েছে, তার নতুন কোনও প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই।