Shahrukh-Amitabh: দৌড়ে কড়া টক্কর, শাহরুখ-অমিতাভের লিক হওয়া ক্লিপিং-এ কী ‘জওয়ান’ যোগ?
Viral Video: ভিডিয়োটি কীসের তা মোটেও স্পষ্ট করে বলেনি শাহরুখ খান। তবে থেকেই এই ভিডিয়ো নিয়ে চর্চা তুঙ্গে। যার ফলে এই ভিডিয়ো কীসের তা নিয়ে নানাজানের নানা মত প্রকাশ এখনও বর্তমান।
বেশ কয়েকদিন ধরেই চর্চায় অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের ভাইরাল হওয়া একটি ভিডিয়োও ক্লিপিং। অগস্ট মাসের শেষে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের একটি দৌড়ানোর ভিডিয়ো। দুই স্টারের চোখে মুখে ছিল উত্তেজনা, একই ধাঁচের পোশাক পরে, একই পোজে দৌড়ানোর এই ভিডিয়োও দেখা মাত্রই নেট দুনিয়ায় চর্চা তুঙ্গে। কারও মত এটি কোনও ছবির দৃশ্য, কেউ আবার বলছেন কোনও বিজ্ঞাপনের ক্লিপিং হতে পারে। তবে আদপে এটা কীসের ভিডিয়ো তা এখনও প্রকাশ্যে আসেনি। এই ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ার শাহরুখ খান লিখেছিলেন, ‘অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করা সত্যিই ভীষণ মজার বিষয়। বিশেষ করে এত বছর পর। সুখ থেকে ফিরে নিজেকে অনুপ্রাণিত ও আশীর্বাদধন্য বলে মনে হয়।’ এবং এই দৌড়ে কে জিতেছিলেন তার উত্তর দিয়েছিলেন শাহরুখ খান। লিখেছিলেন ‘শুধু জানাতে চাইবো আমাকে হারিয়ে দিয়েছিলেন এই দৌড়ে তিনি’।
তবে ভিডিয়োটি কীসের তা মোটেও স্পষ্ট করে বলেনি শাহরুখ খান। তবে থেকেই এই ভিডিয়ো নিয়ে চর্চা তুঙ্গে। যার ফলে এই ভিডিয়ো কীসের তা নিয়ে নানাজানের নানা মত প্রকাশ এখনও বর্তমান। আর সেই সূত্রে এবার এক ভক্ত পোস্ট করে লিখলেন বোধহয় এটি ‘জওয়ান’ ছবির দৃশ্য। আর মাত্র একটা দিনের অপেক্ষা। তারপরেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের চলতি বছরে দ্বিতীয় ছবি জওয়ান। ছবি পরতে পরতে জড়িয়ে রয়েছে একগুচ্ছ চমক। তবে কী সত্যিই জাওয়ান-এ থাকতে চলেছেন অমিতাভ? যে সারপ্রাইজ লুকিয়ে রাখা হয়েছে ভক্তদের থেকে? এ প্রশ্নের উত্তর মিলবে একমাত্র ছবি মুক্তির পরই। যদিও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এমনই খবর ভাইরাল।
Something Exciting coming featured Shah Rukh Khan and Amitabh Bachchan #Jawan pic.twitter.com/BK2Gmmieoc
— ℣αɱριя౯ (@SRKsCombatant) September 4, 2023