Shahid Kapoor New House: আরব সাগরের তীরে শাহিদ ও মীরার নতুন বাড়ি
শাহিদ কাপুর এবং মীরা রাজপুতের নতুন বাড়ির কাজ জোর কদমে চলছে। খুব তাড়াতাড়িই তাঁরা তাঁদের নতুন বাড়িতে যাবেন। গত কয়েক মাস ধরে, মীরা এবং শাহিদ প্রায়ই তাঁদের এই বাড়ির খোঁজ নেওয়ার জন্য যাতায়াত করছিলেন। রবিবার, তাঁরা বাড়ির ইন্টেরিয়ার কাজের জন্য যান। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মীরা। তিনি তাঁদের এই নতুন বাড়ি থেকে আরব সাগরের যে […]
শাহিদ কাপুর এবং মীরা রাজপুতের নতুন বাড়ির কাজ জোর কদমে চলছে। খুব তাড়াতাড়িই তাঁরা তাঁদের নতুন বাড়িতে যাবেন। গত কয়েক মাস ধরে, মীরা এবং শাহিদ প্রায়ই তাঁদের এই বাড়ির খোঁজ নেওয়ার জন্য যাতায়াত করছিলেন। রবিবার, তাঁরা বাড়ির ইন্টেরিয়ার কাজের জন্য যান। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মীরা। তিনি তাঁদের এই নতুন বাড়ি থেকে আরব সাগরের যে মনোরঞ্জন ভিউ পাওয়া তার কিছু ছবি পোস্ট করেন।
মীরা প্রথমে তাঁর স্বামী শাহিদ কাপুরের সাথে একটি ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে মীরা আর শাহিদের পা এবং তাদের স্টাইলিশ জুতো দেখতে পাওয়া যায়। অন্য একটি ছবিতে, তাঁদের নতুন বাড়ির অসমাপ্ত মেঝেতে যে টাইলস বসানো হবে তা দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, শাহিদ আর মীরা নিজেরাও তাঁদের বাড়ি থেকে পাওয়া ভিউয়ের প্রশংসা করতে থাকেন।
কয়েক মাস আগে, শাহিদ, তাঁর ভাই ইশান এবং মীরা তাঁদের নতুন বাড়িতে গিয়েছিলেন। সেই সময়ে, অভিনেতা এবং তাঁর ভাই ইশান ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। ২০১৮ সালে জানা গিয়েছিল শাহিদ এবং মীরা প্রায় ৫৬ কোটি টাকা দিয়ে একটি বাড়ি কিনেছিলেন। দম্পতির নতুন বাড়িটি ৪২ এবং ৪৩ তলায় অবস্থিত একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। যদিও শহীদ এবং মীরা এখনও পাকাপাকিভাবে এই বাড়িতে চলে আসেন নি।
শাহিদকে তাঁর আসন্ন ছবি জার্সিতে দেখা যাবে পঙ্কজ কাপুরের সঙ্গে। ছবিটি নানি অভিনীত একটি তেলেগু ছবির হিন্দি রিমেক। এর পাশাপাশি, পরিচালক ডুও রাজ এবং ডিকের সাথেও শাহিদের একটি ওয়েব সিরিজের কাজ চলছে।
আরও পড়ুন: মাইগ্রেন সমস্যার সমাধানে মাছের ডায়েট কেন গুরুত্বপূর্ণ?