Shilpa Shetty: সাধারণ ভাবে নবরাত্রির পুজো শুরু করলেন শিল্পা, শেয়ার করলেন ভিডিয়ো
Shilpa Shetty: শিল্পা গত কয়েক বছর ধরে বেশ বড় করে বাড়িতে গণেশ পুজো করেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু রাজ কান্ডের পর পুজো তার জৌলুস হারিয়েছিল।
গত কয়েক মাস ধরেই বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির ব্যক্তি জীবন চর্চায় ছিল। পর্ন কান্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর কার্যত ভেঙে পড়েছিলেন তিনি। তবে ধীরে ধীরে দৈনন্দিনে ফিরেছেন। শুরু করেছেন শুটিং। অনেকটা সামলে নিয়েছেন নিজেকে। এ বার শুরু করলেন নবরাত্রির পুজোও।
শিল্পা গত কয়েক বছর ধরে বেশ বড় করে বাড়িতে গণেশ পুজো করেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু রাজ কান্ডের পর পুজো তার জৌলুস হারিয়েছিল। নবরাত্রির পুজোও সাধারণ আয়োজনেই করছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় সেই পুজোর ভিডিয়ো শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে।
পর্ন ভিডিয়ো তৈরি এবং একটি অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে কয়েক মাস আগে রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকেই শিল্পা শেট্টির সঙ্গে তাঁর ব্যক্তি সম্পর্ক যে আর সোজা পথে চলছে না, তা ইন্ডাস্ট্রির অনেকেই জানেন। যদিও দাম্পত্য সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত সরাসরি মুখ খোলেননি শিল্পা। কিন্তু দুই সন্তানের ভবিষ্যতের দায়িত্ব যে তাঁর একার, সে ইঙ্গিত দিয়েছেন। রাজের উপার্জনে তিনি নিজের সন্তানদের বড় করতে চান না। পরোক্ষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
View this post on Instagram
গত ২০ সেপ্টেম্বর, ২০২১ জামিনে ছাড়া পেয়েছেন রাজ কুন্দ্রা। ছাড়া পেয়েছেন রাজের সহযোগী রায়ান ট্রোপও। রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলার তদন্ত করতে গিয়ে তাঁর মোবাইল, ল্যাপটপ ও হার্ড ডিস্ক থেকে ১১৯টি পর্নোগ্রাফি ভিডিয়ো পেয়েছে মুম্বই পুলিশ। মুম্বইয়ের অপরাধ দমন শাখা জানিয়েছে, এই ভিডিয়োগুলি বিক্রি করে ৯ কোটি টাকা রোজগার করতে চেয়েছিলেন রাজ। অন্যদিকে মামলা সংক্রান্ত ১৫০০ পাতার একটি চার্জ শিট আদালতে জমা করেছে মুম্বইয়ের অপরাধ দমন শাখা। জানা গিয়েছে, শিল্পাকে নিয়ে মোট ৪৩ জন সাক্ষীর বয়ান রয়েছে তাতে। রয়েছে শর্লিন চোপড়া, সেজল শাহ, অন্যান্য মডেল ও কর্মীদের বয়ানও।
গত ১৯ জুলাই, ২০২১। এক লহমায় অনেকটাই বদলে গিয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির জীবন। পর্ন ভিডিয়ো তৈরি এবং একটি অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে সে দিনই রাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। শিল্পা এই ঘটনায় সরাসরি জড়িত কি না, তার এখনও কোনও প্রমাণ পায়নি পুলিশ।
কয়েকদিন আগে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের ছবি শেয়ার করেছিলেন শিল্পা। সেখানে কার্ল বার্ড-এর একটি কোটেশন ছিল। যেখানে লেখা ছিল, ‘যদিও কেউ গিয়ে আবার নতুন করে শুরু করতে পারে না। যে কেউ এখন থেকে শুরু করতে পারে এবং একটা নতুন শেষের সূচনা করতে পারে।’ যে পরিচ্ছদ শিল্পা পড়ছিলেন তার নাম ‘নিউ এন্ডিং’। সেখানে ছিল, ‘যে ভুল সিদ্ধান্ত আমরা নিই, যে ভুল জীবনে করি, যে বন্ধুদের কষ্ট দিই, তা আলোচনা আমরা সময় নিয়ে করতে পারি। কিন্তু তার জন্য ধৈর্য্য ধরতে হবে। আমরা অতীত পরিবর্তন করতে পারব না। যতই আলোচনা করি না কেন, সেটা সম্ভব নয়। কিন্তু আমরা নতুনের দিকে এগিয়ে যেতে পারি। ভাল সিদ্ধান্ত নিতে পারি। পুরনো ভুল এড়িয়ে চলতে পারি। যাঁরা আমাদের চারপাশে রয়েছেন, তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করতে পারি। অন্তত ভবিষ্যৎ আমি যেমন চাইছি, তেমন তৈরি করতে পারি।’
আরও পড়ুন, Soumya Rit: প্যানডেমিকে ছ’টা ছবি করলাম, সেটা ঈশ্বরের আশীর্বাদ: ঋত