Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bolly Gossip: বৌদিকে কেন ঘৃণা? সম্পর্ক ভাঙার গুঞ্জনের মধ্যেই শ্বেতার ভিডিয়ো ভাইরাল

Bolly Gossip: বচ্চন পরিবার নিয়ে চলছে নানা আলোচনা। শোনা যাচ্ছে শাশুড়ি ও ননদের সঙ্গে নাকি তলানিতে পৌঁছেছে ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক। শোনা যাচ্ছে সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত ফ্যাশন উইক নিয়েই নাকি যাবতীয় ঝামেলার সূত্রপাত। এরই মধ্যে অমিতাভ বচ্চনের জন্মদিনে ঐশ্বর্যার 'ব্যবহার' মোটেও পছন্দ হয়নি নেটিজেনদের একটা বড় অংশের। এ সব নিয়েই যখন চলছে বিস্তর আলোচনা, তখন হঠাৎই ভাইরাল হয়েছেন এক ভিডিয়ো। যে ভিডিয়োটি অমিতাভ কন্যা তথা ঐশ্বর্যা রাই বচ্চনের ননদ শ্বেতা বচ্চন নন্দার।

Bolly Gossip: বৌদিকে কেন ঘৃণা? সম্পর্ক ভাঙার গুঞ্জনের মধ্যেই শ্বেতার ভিডিয়ো ভাইরাল
ঐশ্বর্যাকে কেন ঘৃণা?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 8:32 PM

বচ্চন পরিবার নিয়ে চলছে নানা আলোচনা। শোনা যাচ্ছে শাশুড়ি ও ননদের সঙ্গে নাকি তলানিতে পৌঁছেছে ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্ক। শোনা যাচ্ছে সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত ফ্যাশন উইক নিয়েই নাকি যাবতীয় ঝামেলার সূত্রপাত। এরই মধ্যে অমিতাভ বচ্চনের জন্মদিনে ঐশ্বর্যার ‘ব্যবহার’ মোটেও পছন্দ হয়নি নেটিজেনদের একটা বড় অংশের। এ সব নিয়েই যখন চলছে বিস্তর আলোচনা, তখন হঠাৎই ভাইরাল হয়েছেন এক ভিডিয়ো। যে ভিডিয়োটি অমিতাভ কন্যা তথা ঐশ্বর্যা রাই বচ্চনের ননদ শ্বেতা বচ্চন নন্দার।

করণ জোহরের এক চ্যাট শো-য়ে এসে ঐশ্বর্যার কোন জিনিসটি তাঁর সবচেয়ে বেশি অপছন্দের সেই কথাই ফাঁস করেছিলেন শ্বেতা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল ঐশ্বর্যার কোন জিনিসটি তিনি সহ্য করেন? এও জিজ্ঞাসা করা হয়েছিল কোন জিনিসটি তিনি সবচেয়ে বেশি ঘৃণা করেন? উত্তর দিয়েছিলেন শ্বেতাও। তিনি জানান, ঐশ্বর্যার সময়জ্ঞান তিনি কোনওমতে সহ্য করেন। আর ঘৃণা করেন, ‘কল ও মেসেজের রিপ্লাই করতে সারাজীবন লাগিয়ে দেন ঐশ্বর্যা’।

প্রসঙ্গত, প্যারিস ফ্যাশন উইকে শ্বেতার মেয়ে নব্যা নভেলি ও ঐশ্বর্যা দু’জনেই র‍্যাম্পওয়াক করেছিলেন। এর পর শ্বেতা একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে কোথাও উল্লেখ ছিল না ঐশ্বর্যার নাম। বৌদিকে শুভেচ্ছা নয়, বরং মেয়েকে নিয়েই এক বড়সড় পোস্ট করতে দেখা যায় তাঁকে। এর ঠিক পরেই গতকাল অর্থাৎ বুধবার অমিতাভ বচ্চনের জন্মদিনে একটি পোস্ট করেছিলেন ঐশ্বর্যা। যে পোস্টে অমিতাভ ও আরাধ্যার একটি ছবি পোস্ট করেন তিনি। ক্রপ করে দেন নব্যা, জয়া বচ্চন ও অগস্ত্যকে। নিজের মেয়েকে রাখলেও, ননদের ছেলে-মেয়েকে ছবি থেকে বাদ দিয়ে দেওয়ায় এই নিয়ে চলে বিস্তর আলোচনা। দুইয়ে দুইয়ে চার করেন অনেকেই। এরই মাঝে ভাইরাল এই ভিডিয়ো। বচ্চন পরিবারের কর্তা অর্থাৎ অমিতাব বচ্চন কিন্তু এ নিয়ে একেবারে নীরব।