টিমের সদস্যর হাতে জ্যান্ত জোঁক ছেড়ে দিলেন সানি লিওনি!

দিন কয়েক আগেই কলকাতা থেকে ঘুরে গিয়েছেন সানি। এক রিয়ালিটি শো'র অতিথি হয়ে এসেছিলেন তিনি।

টিমের সদস্যর হাতে জ্যান্ত জোঁক ছেড়ে দিলেন সানি লিওনি!
সানি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2021 | 4:29 PM

টিমের সঙ্গে বেশ ভালই সখ্য অভিনেত্রী সানি লিওনির। স্টারসুলভ আচরণ নেই। নেই নাকউঁচু ভাবও। এ হেন সানিই নাকি তাঁর টিমের এক সদস্যর হাতে ছেড়ে দিলেন জ্যান্ত জোঁক।

একটি ভিডিয়ো শেয়ার করেছেন সানি। সেখানেই দেখা যাচ্ছে তাঁর টিমের দুই সদস্য রজনী ও অরবিন্দের হাতে একটি জোঁক কাঠি দিয়ে তুলে রাখতে যাচ্ছিলেন তিনি। প্রথম জন পিছিয়ে যান ভয় পেয়ে। কিন্তু দ্বিতীয় জন অকুতোভয়, অবলীলাক্রমে সেই জোঁককে হাতে বসাতেই সানি অবশ্য তা ফেলে দেয়। দুজনের মধ্যে দ্বিতীয়জনকে এক পয়েন্টে এগিয়েও রেখেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন আমার টিমের সাহস পরীক্ষা করছিলাম।

সানি আরও জানিয়েছেন জোঁকটির কোনও ক্ষতি হয়নি। তবে তাকে পরেরদিন পাওয়া গিয়েছে ফাইট মাস্টারের পেটে। দিন কয়েক আগেই কলকাতা থেকে ঘুরে গিয়েছেন সানি। এক রিয়ালিটি শো’র অতিথি হয়ে এসেছিলেন তিনি। এই প্রথম কোনও বাংলা রিয়ালিটি শো’য়ে দেখা গেল সানি লিওনিকে। এই মুহূর্তে তামিল ডেবিউ নিয়ে ব্যস্ত তিনি। ছবির নাম ‘শেরো’। ছবিতে তাঁর ক্ষতবিক্ষত লুক ইতিমধ্যেই প্রশংসা এনে দিয়েছে সমালোচক মহলে।

View this post on Instagram

A post shared by Sunny Leone (@sunnyleone)

আরও পড়ুন: Rabindranath Tagore : পরিচালক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম এবং একমাত্র সিনেমা