Shah Rukh Khan: সুস্বাদু খাবারের বাহার শাহরুখের দরজায়, কিং-এর মনের ইচ্ছে জানতেই ঘটল চমক
Viral News: বিতর্ক থেকে বর্তমানে দূরেই থাকতে চান শাহরুখ খান। বদলে তিনি স্থির করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যোগাযোগ রাখবেন ভক্তদের সঙ্গে। তাই মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা মেলে তাঁর।
শাহরুখ খান, তাঁর ভক্ত ছড়িয়ে রয়েছে গোটা বিশ্ব জুড়ে। ফলে কিং কী পছন্দ করেন, কী খান, কেমন জীবনযাপন করেন, তা নিয়ে কৌতুহলের পারদও তুঙ্গে। সেই সুপারস্টার যদি মনের কোনও ইচ্ছে প্রকাশ্যে বলে বসেন, তবে তা পূরণ করার সুযোগ কেউই হাতছাড়া করতে চাইবে না। এক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটল। শাহরুখ খান নিজেই বলে বসলেন মনের ইচ্ছের কথা। তারপর যা ঘটল, গত ২৪ ঘণ্টায় ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পাঠান ছবির প্রমোশন থেকেই অন্যস্বাদে দেখা মিলছে শাহরুখ খানের। তিনি স্থির করেছেন মিডিয়ার মুখোমুখি হবেন না। কারণ বিতর্ক থেকে বর্তমানে দূরেই থাকতে চান শাহরুখ খান। বদলে তিনি স্থির করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যোগাযোগ রাখবেন ভক্তদের সঙ্গে। তাই মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা মেলে তাঁর।
এবারও সেই একইভাবে হাজির হয়েছিলেন কিং খান। সেখানেই এক ভক্ত তাঁকে প্রশ্ন করে বসলেন, ‘খাবার খেয়েছেন ভাই…?’ উত্তরে কিং বলে বসেন, ‘কেন ভাই, আপনি কী সুইগি থেকে… খাবার পাঠিয়ে দেবেন?’ সেই ভক্ত খাবার পাঠানোর বিষয়টা কতটা গুরুত্বসহকারে নিয়েছেন তা না জানা থাকলেও প্রোমোশনের এই সুযোগ এক চিলতেও ছাড়ল না সুইগি। সেই ভক্তের উত্তরের অপেক্ষা না করে সুইগি থেকেই মিলল উত্তর, ‘আমরা সুইগি থেকে, পাঠিয়ে দিই…!’
hum hain swiggy se, bhej dein kya??? ? https://t.co/iMFJcYksKU
— Swiggy (@Swiggy) June 12, 2023
যদিও এই প্রশ্নের উত্তর শাহরুখ খান দেননি, তবে কিছুক্ষণের মধ্যেই তারা শাহরুখ খানের বাড়ি মন্নতের সামনে খাবারের লাইন লাগিয়ে দিলেন। লাইন দিয়ে ডেলিভারি বয় পৌঁছে গেলেন মন্নতের সামনে। পুরো মুম্বইয়ের বিভিন্ন সুস্বাদু রেস্তোরাঁ থেকে বিভিন্ন খাবার নিয়ে তাঁরা শাহরুখ খানকে পৌঁছে দিতে যান। সেই খবরই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপরই সুইগির থেকে মেলে আরও এক পোস্ট, যেখানে লেখা থাকে, ‘আমরা সুইগি থেকে, আর আমরা খাবার ডেলিভারি করে দিলাম।’
hum swiggy wale hai aur hum dinner leke aagaye ? https://t.co/iMFJcYjUVm pic.twitter.com/swKvsEZYhC
— Swiggy (@Swiggy) June 12, 2023