Vicky-Sara: ‘দ্যা ইম্মর্টাল অশ্বত্থামা’ নয়, তা হলে কোনও ছবিতে একসঙ্গে কাজ করবেন ভিকি-সারা?

ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ভিকি ও সারাকে।

Vicky-Sara: 'দ্যা ইম্মর্টাল অশ্বত্থামা' নয়, তা হলে কোনও ছবিতে একসঙ্গে কাজ করবেন ভিকি-সারা?
সারা আলি খান ও ভিকি কৌশল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2021 | 9:01 PM

দিন দু-এক আগেই জানা যায় ভিকি কৌশল ও সারা আলি খান অভিনীত ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’ ছবির মেকিং আটকেছে বাজেটের কারণে। সোশ্যাল মিডিয়ায় ভিকি নিজেই সেই কথা জানিয়েছিলেন। ভিকির ‘উরি’ ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে দ্বিতীয়বার তাঁর কাজ করার কথা ছিল এই ছবিতে। বলিউডের নিয়ম, একটা ছবি আটকালে অন্য একটি ছবি হাতছানি দিতে থাকে। সেই পথেই হাঁটছেন ভিকি ও সারা। অন্য একটি ছবিতে কাজ করবেন তাঁরা। পরিচালক কে বলুন তো?

ভিকি-সারার একসঙ্গে প্রথম ছবি হওয়ার কথা ছিল ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’। কিন্তু সেটা হচ্ছে না। পরিবর্তে লক্ষণ উটেকারের রোম্যান্টিক ছবিতে প্রথমবার দেখা যাবে ভিকি-সারাকে। ছবির প্রযোজক ম্যাডক ফিল্মস। বিগত কয়েক বছরে অন্য ধরনের বিষয়বস্তু নির্ভর ছবি তৈরি করে ইন্ডাস্ট্রিতে নিজেদের পাকাপাকি জায়গা তৈরি করেছে প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস। তারাই তৈরি করছে এই ছবিটি।

ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ভিকি-সারাকে। তাঁদের একটাই স্বপ্ন নিজেদের বাড়ি তৈরি করা। কয়েকমাস আগেই ছবির চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। চলতি বছর নভেম্বর মাসের ১৫ তারিখ শুটিং শুরু হওয়ার কথা। উজ্জৈন ও গোয়ালিওরে শুটিং হওয়ার কথা।

বলি অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, প্রথমে আয়ুষ্মান খুরানার অভিনয় করার কথা ছিল ছবিতে। কিন্তু কোনও কারণে আয়ুষ্মান ছবি থেকে সরে আসেন। অফার যায় ভিকির কাছে।

ছবি প্রসঙ্গে পরিচালক বলেছেন, “এই রোম্যান্টিক কমেডির জন্য আমরা ভিকি ও সারাকে পেয়েছি। উজ্জৈন ও গোয়ালিওরে আমাদের শুটিং করার কথা। ছোট শহরের প্রেমের গল্প। সামাজিক বার্তাও আছে তাতে। আমি সব সময় ভিকির সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। ও দারুণ পারফর্মার। আমি ওর ফ্যান। সারার মধ্যে অদ্ভুত একটা বিষয় খুঁজে পাই আমি। আমার মনে হয় ভিকি-সারার এই জুটি পর্দায় জাদু করবে।”

আরও পড়ুন: Yohani-Jacqueline: ভারতে ইয়োহানি, নিজের দেশের মানুষ দেখে কী করলেন জ্যাকলিন?

আরও পড়ুন: Timir Biswas: পুজোর আগে এককভাবে মুক্তি পাচ্ছে তিমিরের রবীন্দ্রসঙ্গীত

আরও পড়ুন: Soha Ali Khan: কোনও অজুহাত না! মাথার ঘাম পায়ে ফেলে এ কী করছেন সোহা?