Vicky Kaushal: হঠাৎ ভিকির পোস্টে বাঙালি যোগাযোগ, তিনি কেন শহরে?

Vicky Kaushal: একটি সেলফি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে। ছবির সঙ্গে বাংলায় লেখা রয়েছে ক্যাপশন, ‘কেমন আছেন’।

Vicky Kaushal: হঠাৎ ভিকির পোস্টে বাঙালি যোগাযোগ, তিনি কেন শহরে?
প্রথম থেকেই রাগ ঢাকের মধ্যে করা নিরাপত্তাই মুড়িয়ে ফেলা হয়েছিল। ফলে এমন কোন খবর সামনে আসতে দেখা যায়নি। বিয়ের স্মৃতিতে তেমন কি কোন মজার কান্ডের ছিল না, তা কি হয়! বাসর রাতে কীভাবে কাটরিনা কাইফ তার পাশে দাঁড়িয়ে ছিলেন।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2022 | 9:46 PM

ভিকি কৌশল (Vicky Kaushal)বিমান থেকে জাম্প শুট আর সানগ্লাস পরে একটি সেলফি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে। ছবির সঙ্গে বাংলায় লেখা রয়েছে ক্যাপশন, ‘কেমন আছেন’। ভিকির আসন্ন ছবি ‘গোবিন্দ নাম মেরা’-র ট্রেলার লঞ্চ করেছে সদ্য। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন কিয়ারা আডবাণী, ভুমি পেডনেকর। সেই ছবির প্রচারে ব্যস্ত দুই নায়িকাই। ম্যাড কমেডি জনারের ছবি এটি। যেখানে একটা খুন হবে, তার ফলে কী কী হবে সেই নিয়ে গল্প এগোবে। সেই ছবির প্রচারে নায়িকাদের মতো ব্যস্ত ভিকিও। তাঁর নতুন পোস্ট কী ইঙ্গিত দিচ্ছে? ছবির প্রচারের জন্যই কি তিনি কলকাতা আসছেন? না কোনও ছবির শুটিংয়ে তিনি শহরে আসছেন, সেই নিয়ে কৌতুহলী হয়ে পড়েন ভক্তরা। প্রশ্নও করেন।

যদিও ক্যাটরিনা কাইফপতী উল্লেখ করেননি কেন আসছেন শহরে, তবে খবর রয়েছে শুটিং করতে আসছেন তিনি। মেঘনা গুলজার পরিচালিত ছবি ‘সাম বাহাদুর’-এ তিনি অভিনয় করছেন। সেই ছবির শুটিং করতেই শহরে আসা। আপাতত শহরে তাঁর ঠিকানা বাইপাসের বিলাসবহুল হোটেল। তবে শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে কলকাতা আর ব্যারাকপুরের বেশ কিছু জায়গা। যার মধ্যে রয়েছে ব্যারাকপুরের সেনা অফিসারের এক পুরনো বাড়িও। শোনা যাচ্ছে ফোর্ট উইলিয়ামেও এই ছবির শুটিং হতে পারে। মানে বেশ কিছুদিন শহরে পাওয়া যাবে ভিকিকে। ভক্তদের জন্য এটা খুশির খবর। তাঁরা পৌঁছানোর চেষ্টা করবেন তাঁর কাছে। শুটিংয়ের পাশাপাশি তাঁর আসন্ন ছবি ‘গোবিন্দ নাম মেরা’-র প্রচারও করবেন কি না সেই নিয়েও চলছে এখন আলোচনা। এই ছবি নিয়ে ভিকি যা বলেছেন তা হল, “একটাই গল্প, অনেক মোচড়! আমার জীবনেই কেন এত সমস্যা?  একটি হত্যা,  কিছু রহস্য,  প্রচুর রোমাঞ্চ এবং মশলা নিশ্চিত। #গোবিন্দনামমেরা ট্রেলার মুক্তি পেয়েছে”। শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবি  ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ১৬ ডিসেম্বর ২০২২।