Yes Boss 25: ছবি নয়, স্মৃতি তৈরি করেছিলেন জুহি-শাহরুখ; ‘ইয়েস বস’-এর ২৫ বছরে খোলা চিঠি অভিনেত্রীর
Shahrukh-Juhi: ২৫ বছর আগের স্মৃতি আজও জ্বলজ্বল করে জুহির মনে।
২৫ বছর আগে আজকের দিনে মুক্তি পায় ‘ইয়েস বস’। ছবিতে নায়ক-নায়িকা হিসেবে কাজ করেছিলেন শাহরুখ খান ও জুহি চাওলা। ছবিটি একটি কাল্টে পরিণত হয়েছে। ছবি তৈরি হওয়ার নানা মুহূর্ত ও ছবির নানা দৃশ্য একত্রিত করে একটি ভিডিয়ো শেয়ার করেছেন জুহি। ২৫ বছর আগের স্মৃতি আজও জ্বলজ্বল করে অভিনেত্রীর মনে। সবটাই তিনি শেয়ার করেছেন তাঁর এই পোস্টে। হৃদয় থেকে জুহি লিখেছেন কিছু কথা।
জুহি তাঁর পোস্টে লিখেছেন:
“সেই সময় আমরা বুঝিনি যে স্মৃতি তৈরি করছি। জানতাম মজা করে কাজটা করছি। ‘ইয়েস বস’-এর টিমকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। আজ়িজ়জি, শাহরুখ, আদিত্য, জনিভাই, কোরিওগ্রাফার সারোজজি, সঙ্গিত পরিচালক যতীন-ললিত, গায়ক-গায়িকা আলকাজি, কুমার শানু, উদিত নারায়ণ, অভিজিৎ ও গীতিকার জাভেদ আখতারজি… এত সুন্দর একটি ছবি তৈরি করার জন্য ধন্যবাদ জানাতে চাই আপনাদের সক্কলকে। আজও হাজার-হাজার মানুষ ছবিটি দেখেন। এত সুন্দর স্মৃতি তৈরি করার জন্য আপনাদের সক্কলকে ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ।”
View this post on Instagram
জুহির এই পোস্টের নীচে কমেন্ট করেছেন অনুরাগীরা। একজন লিখেছেন, “আমাদের প্রিয় ছবি।” একজন লিখেছেন, “আমাদের হৃদয়ের নরম তুলতুলে অংশ জুড়ে আছে ‘ইয়েস বস’।” একজন অনুরাগী লিখেছেন, “আমাদেরও ছবিটি দেখার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে।” অন্য এক অনুরাগী লিখেছেন, “আপনি ও শাহরুখ খান কবে একসঙ্গে কাজ করবেন আবার? সেই কেমিস্ট্রি ফের কবে দেখতে পাব?”
ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেই জুহিকে নায়িকা হিসেবে পেয়েছিলেন শাহরুখ। ‘ডর’ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। পরবর্তীকালে ‘ভূতনাথ’-এও কাজ করেছেন দুই তারকা। তালিকায় রয়েছে আরও অনেক ছবি। শাহরুখের অত্যন্ত কাছের মানুষ জুহি। তাঁরা খুবই ভাল বন্ধু। গত বছর মাদক-কাণ্ডে ফেঁসে যখন শাহরুখের বড় ছেলে আরিয়ান গ্রেফতার হয়েছিলেন, তাঁকে জামিনে মুক্ত করতে অনেক চেষ্টা করেছিলেন জুহি।