Rhea Chakraborty: জেলে শেষ দিন কী করেছিলেন রিয়া! জানালেন আইনজীবী

Rhea Chakraborty: অভিনেত্রী জেলে ডায়েট থেকে শুরু করে বারবার মানসিকভাবে ভেঙে পড়া, কান্না এমন নানা খবর সেই সময় অন্দরমহল থেকে বাইরে চলে আসতো।

Rhea Chakraborty: জেলে শেষ দিন কী করেছিলেন রিয়া! জানালেন আইনজীবী
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2022 | 9:33 PM

রিয়া চক্রবর্তী, ২০২০ সাল থেকেই তোলপাড় হয়েছিল এই একটি নাম। হঠাৎই একরবিবরা মেলে সুশান্ত সিং রাজপুত এর আত্মঘাতী হওয়ার খবর। এরপর থেকে শুরু হয় রিয়া চক্রবর্তীকে নিয়ে নানা জল্পনা। ঠিক সে সময় কী করছিলেন রিয়া চক্রবর্তী! তার সঙ্গে সুশান্ত সিং রাজপুত-এর মাদক লেনদেনের কী সম্পর্ক! নানাবিদ প্রশ্নে জেরবার ছিলেন অভিনেত্রী। একাধিক প্রশ্নের মুখোমুখি হওয়ার পাশাপাশি নারকোটিক্সের প্রশ্নের উত্তরে অসংলগ্নতা থাকায় তাকে পঞ্চাশ দিনের জেলেও যেতে হয়েছিল। রাতারাতে পাল্টে গিয়েছিল রিয়া চক্রবর্তীর জীবন। কেমন ছিল জেলে কাটানো সেই মুহূর্তগুলো?

অভিনেত্রী জেলে ডায়েট থেকে শুরু করে বারবার মানসিকভাবে ভেঙে পড়া, কান্না এমন নানা খবর সেই সময় অন্দরমহল থেকে বাইরে চলে আসতো। তবে এবার মানবাধিকার আইনজীবী সুধা ভরদ্বাজ জানান রিয়া চক্রবর্তীকে রাখা হয়েছিল একটি ব্যক্তিগত সেলে। সকলের সঙ্গে তাকে না রাখার অন্যতম কারণ ছিল টেলিভিশন। সারাদিন ধরে তখন টিভির পর্দায় কেবল রিয়া চক্রবর্তীর খবর। যা দেখা মাত্র রীতিমতো কান্নায় ভেঙ্গে পড়তেন রিয়া চক্রবর্তী পরিবারের সদস্যরা। এই খবর যাতে রিয়া চক্রবর্তী মুখোমুখি না আসে, সেই কারণেই তাকে একটি আলাদা সেলে রাখা হয়েছিল।।

এখানেই শেষ নয়, তিনি আরও জানান যেদিন বেল অর্থাৎ জামিন পেয়েছিলেন রিয়া চক্রবর্তী সেদিন সকলের মধ্যে মিষ্টি বিতরণ করেছিলেন তিনি। তার সঙ্গে জেলে যারা থাকতো তাঁদের সঙ্গে নেচেও ছিলেন আনন্দে। এর পরের ছবিটা সকলেরই একপ্রকার জানা। এক প্রকার গৃহবন্দী হয়ে থাকতে হয়েছিল তাঁদের। ধিরে ধিরে পরিস্থিতির স্বাভাবিক হতে শুরু করে রিয়া চক্রবর্তী জীবনে। আর এখন তিনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে স্বাভাবিক জীবনে ফিরেছেন দাপটে সঙ্গে। লক্ষ্যে কেবল বলিউড ক্যারিয়ার।