Kangana Ranaut: যদি নারী কিছু পরতে ভুলেও যান, সেটা তাঁর ব্যাপার: কঙ্গনা রানাওয়াত
Kangana Ranaut: 'ধকড়' ছবির প্রচারের সময় এক সাদা রঙের স্বচ্ছ পোশাক পরেছিলেন কঙ্গনা। তাঁর সেই পোশাকে দৃশ্যমান ছিল বিভাজিকা।
সোশ্যাল মিডিয়ার ‘প্রতিবাদী’ মুখ তিনি। বিভিন্ন বিষয়ে মন্তব্য করে থাকেন অহরহ। এবার মহিলাদের পোশাক নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন কঙ্গনা রানাওয়াত। স্বচ্ছ পোশাকে নিজের এক ছবি শেয়ার করেছে কঙ্গনা। সেখানে তাঁর সাফ বক্তব্য, ‘একজন মহিলা কী পোশাক পরেন অথবা পোশাক পরতে ভুলেও যান, সেটা তাঁর নিজস্ব ব্যাপার।
‘ধকড়’ ছবির প্রচারের সময় এক সাদা রঙের স্বচ্ছ পোশাক পরেছিলেন কঙ্গনা। তাঁর সেই পোশাকে দৃশ্যমান ছিল বিভাজিকা। সে সময় তাঁর এই পোশাক নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলাও। সেবারেও প্রতিবাদ করেছিলেন কঙ্গনা। আবারও পোশাক নিয়ে নীতিপুলিশির বিরুদ্ধে প্রতিবাদ তাঁর। ওই পোশাকেরই ফিরে দেখা ছবি শেয়ার করে কঙ্গনা লেখেন, “একটা জিনিস আবারও বলতে চাই একজন নারী কী পরবেন অথবা কী পরতে ভুলে যাবে সেটি শুধুমাত্র তাঁরই নিজস্ব ব্যাপার। আপনার নয়।” এখানেই না থেমে তিনি আরও লেখেন, “আমার মনে হয় আমি যা বলার বলে দিয়েছি। এখন আমি অফিসে যেতে পারি”।
এই বছরটা ভাল যাচ্ছে না কঙ্গনার। তাঁর ‘ধকড়’ ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে ‘ইমারজেন্সি’ নিয়ে আবারও হাজির হচ্ছেন কঙ্গনা। ছবির পরিচালকও তিনি। কঙ্গনা আগেই জানিয়েছিলেন এই ছবি ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়। তাঁর উদ্দেশ্য এক রাজনৈতিক ছবি বানানো। তিনি বলেছিলেন, “আমার প্রজন্মকে ভারতে সামাজিক-রাজনৈতিক মানচিত্র বুঝতে সাহায্য করবে এই ছবি”। এই ছবিতে কঙ্গনার মেকআপের দায়িত্বে ছিলেন ‘বাফটা’ বিজেতা মেকআপ আর্টিস্ট ডেভিড মালিনোস্কি। এর আগেও প্রস্থেটিক মেকআপ নিয়ে অভিনয় করেছিলেন কঙ্গনা। ‘থালাইভি’ ছবিতে জয়ললিতার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। যদিও সেই ছবি হিট হয়নি।
প্রসঙ্গত, ১৯৭৫ থেকে ১৯৭৭, ভারতের রাজনৈতিক ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ তিন বছর। তৎকালীন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ ঘোষণা করেছিলেন জরুরি অবস্থা। এই জরুরি অবস্থার মূল পরামর্শদাতা ছিলেন ভারতের তদনীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতীয় সংবিধানে ৩৫২ নং ধারা অনুযায়ী এই জরুরি অবস্থা ঘোষিত হয়। ‘ইমার্জেন্সি’ অর্থাৎ জরুরি অবস্থার অবতরণ আদপে ঠিক নাকি ভুল তা নিয়ে আজও বিতর্ক রয়েছে। বিতর্ক রয়েছে সেই সময় ঘটা নানা ঘটনা নিয়েও। সেই সবই তাঁর এই ছবিতে তুলে ধরতে চান কঙ্গনা, এমনটাই জানিয়েছেন তিনি।