Katrina Kaif: ফিল্মটা দেখে ভীষণ ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম কেরিয়ার শেষ: ক্যাটরিনা
“আমি আমার ব্যাগপত্তর প্যাক করে নিয়ে ছিলাম এবং নতুন কেরিয়ারের সন্ধানে ছিলাম।"—ক্যাটরিনা।
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কইফের বয়স আজ বাড়ল আরও এক বছর। অভিনেত্রী ২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন তবে ‘নমস্তে লন্ডন’-এর সঙ্গে পরিচিতি এবং স্বীকৃতি দুইই পেয়েছিলেন।
আপনি কি জানেন, অভিনেত্রী যখন ছবিটি প্রথম দেখেন, তিনি ভেবেছিলেন ফিল্মটি একটি ‘বিপর্যয়’। এমনকি নিজের অভিনয় কেরিয়ার শেষ করার পাশাপাশি বিকল্প পেশারও সন্ধান করার কথা ভেবেছিলেন ক্যাটরিনা!
করণ জোহরের জনপ্রিয় চ্যাট-শো ‘কফি উইদ করণ’-এ ক্যাটরিনা বলেন সে কথা। তিনি তাঁর অভিনীত ছবি ‘নমস্তে লন্ডন’ দেখে আতঙ্কিত হওয়ার কথা বলেন। ক্যাট বলেন, “আমি যখন ছবিটি দেখে ভীষণ ভয় পেয়েছিলাম। বিপুল (অমৃতলাল শাহ, পরিচালক) আমাকে ছবিটি দেখিয়ে বলেছিলেন, ‘আপনি কী ভাবছেন?’ আমি ওঁকে আর কল করিনি। আপনি জানেন নিশ্চয়ই, কোনও পরিচালক যখন অভিনেত্রীকে কোনও ছবি দেখায়, আপনাকে তাঁকে প্রতিক্রিয়া জানাতে হয়। আমি বাড়িতে এসে, দরজা বন্ধ করে দিই। এবং তাঁকে কোনও কল করিনি।”
View this post on Instagram
ক্যাটরিনা আরও বলেন, তিনি তাঁর (বিপুলের) সহকারীর কাছ থেকে ফোন পান। সে বলে, বিপুল অভিনেত্রীর প্রতিক্রিয়া না জানতে পেরে বেশ আপসেট।, আমি তাকে ফোন করেছিলাম এবং বলেছিলাম, হাই বিপুল। ও আমায় জিজ্ঞাসা করেন, ‘কেমন লাগল?’ আমি বললাম খুব সুন্দর, খুব ভাল ছবি। ঠিক আছে। বাই।”
তিনি আরও বলেন যে তিনি অনুভব করেছেন যে ছবিটি তার কেরিয়ার শেষ করে দেবে, “ছবিতে আমি আমাকে খুব বেশি দেখছিলাম এবং লোকেরা যা বলে তা আপনি বিশ্বাস করতে শুরু করেন। আমার মনে হচ্ছিল, ‘না, না, না, মানুষ আমাকে কোনও ছবিতে দেখতে পারে না, তারা ছবিটি দেখতে পারবে না, এটি একটি বিপর্যয়। এটাই শেষ, আমার জীবন শেষ।”
ক্যাটরিনা বলেছিলেন “আমি আমার ব্যাগপত্তর প্যাক করে নিয়ে ছিলাম এবং নতুন কেরিয়ারের সন্ধানে ছিলাম। তবে এটি সত্যিই দুর্দান্ত ছিল, এটি আমার পক্ষে সত্যিই গুরুত্বপূর্ণ ছিল কারণ আমি মনে করি ছবিটা মানুষের ধারণার পরিবর্তন করেছে। এমন কি প্রথমবার আমি ইন্ডাস্ট্রির পরিচালকদের এত কল পেয়েছিলাম, তারা বলেছিল আমার মনে হয় তুমি সিনেমাতে বেশ ভাল করেছেন।”
আরও পড়ুন Bachchan Pandey: আগামিকাল থেকে মুম্বইয়ে ফের শুরু ‘বচ্চন পান্ডে’র চোখরাঙানি