Sridevi Vs Smita: ‘পা দেখিয়ে লাখটাকা রোজগার নয়’, শ্রীদেবীকে কটাক্ষ করে সরব যখন স্মিতা
Inside Story: বাথটবের দৃশ্যের প্রয়োজন কী! সেটাও বুঝতে তাঁর চার বছর সময় লেগে গিয়েছিল।
স্মিতা পাটেল, বরাবরই ভাল অভিনয় দর্শকদের উপহার দিতে চেয়েছিলেন তিনি। ভাল ভাল ছবি তাঁর ঝুলিতে আসার অপেক্ষাতেও থাকতেন এই সেলেব। তবে বলিউডে তখন শ্রীদেবী ঝড়। প্রতিটা ছবিতেই ডাক পড়ছে শ্রীদেবীর। দক্ষিণ থেকে শুরু করে বি-টাউন, একের পর এক ছবিতে কাজ করে চলেছেন শ্রীদেবী। সেক্স সিম্বল হয়ে উঠেছিলেন বলিউডে, এক কথায় তিনি যেন সঠিক সংজ্ঞা। তবে এই রূপ দেখিয়ে রোজগারের পন্থা মোটেও মেনে নিতে রাজি ছিলেন না অভিনেত্রী স্মিতা প্যাটেল। তিনি বারে বারে প্রস্তাব পেতেন বোল্ড দৃশ্যে অভিনয় করার জন্য। তবে স্মিতা নিজেই জানিয়েছিলেন এই ধরনের চরিত্রে কাজ করতে চান না তিনি।
শ্রীদেবীকে এক হাত নিয়েও ছিলেন নিজের বোল্ড স্টেটমেন্ট দিয়ে। স্মিতা জানান, শ্রীদেবী তাঁর খুব কাছের বন্ধু। তবে শ্রীদেবীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে তিনি সেটা মোটেও পছন্দ করতেন না। তিনি নিজেও যে ব্যবহার হয়ে যাচ্ছেন না তাও নয়। অভিনেত্রীদের বেশি ভাবার জায়গা দেওয়া হয় না। পা দেখিয়ে রোজগারের পক্ষে কখনই সহমত ছিলেন না স্মিতা প্যাটেল। তিনি সাফ জানিয়েছিলেন তাঁর অভিনয় টুকুই যথেষ্ট।
স্মিতা প্যাটেল একটা সময়ের পর চরিত্রের ওজনের ওপর জোর দিতে চেয়েছিলেন। কিন্তু শ্রীদেবীকে যে ভাবে পর্দায় তুলে ধরা শুরু হয় তা নিয়ে রীতিমত আপত্তি ছিল তাঁর। তিনি বারে বারে বলেছিলেন এই বিষয়টা অভিনেত্রীদের বোঝা উচিত। তাঁর কথায়, বাথটবের দৃশ্যের প্রয়োজন কী! সেটাও বুঝতে তাঁর চার বছর সময় লেগে গিয়েছিল। যদিও বর্তমানে সেই ধারণা ভেঙে নিজেকে অনেকটাই পরিণত করেছে বলিউড।