Sourav Ganguly Biopic: ইডেনে যাবেন, সৌরভের সঙ্গেও নাকি দেখা করবেন রণবীর কাপুর, তিনিই কি তবে মহারাজের বায়োপিকে?
Ranbir Kapoor: ফের সৌরভের বায়োপিক নিয়ে আলোচনা শুরু হয়েছে। অভিনেতা সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। দুর্দান্ত পারফরম্যান্স ছিল রাজকুমার হিরানীর 'সঞ্জু' ছবিতে।
বিগত বেশ কিছু বছরে একাধিক খেলোয়াড়কে নিয়ে ছবি তৈরি করেছে বলিউড। সাম্প্রতিকতম নিদর্শন, ‘৮৩’ ছবিটি। ভারতীয় ক্রিকেটের প্রথম বিশ্বকাপ জয়। তৎকালীন অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর সিং। গত দু’বছর ধরে আরও এক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বায়োপিক তৈরির কথা চলছে। এখনও যদিও চূড়ান্ত কিছুই সিদ্ধান্ত হয়নি। কিন্তু শোনা যাচ্ছিল, রণবীর কাপুর সৌরভের চরিত্রটি করলেও করতে পারেন। তেমনটাই নাকি সৌরভের ইচ্ছা। এও শোনা যাচ্ছিল, রণবীর নাকি আগ্রহ প্রকাশ করেননি।
ফের সৌরভের বায়োপিক নিয়ে আলোচনা শুরু হয়েছে। অভিনেতা সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স ছিল রাজকুমার হিরানীর ‘সঞ্জু’ ছবিতে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল, রণবীর নাকি কলকাতায় এসে ইডেন গার্ডেন্সে ঘুরে যাবেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও নাকি তিনি দেখা করবেন। তারপরই তিনি ছবিটি করবেন কি না জানাবেন।
নিজের বায়োপিক তৈরির ঘোষণা নিজেই করেছিলেন সৌরভ। ছবিটি নাকি প্রযোজনা করবে লাভ রঞ্জনের প্রযোজনা সংখ্যা। এ বিষয়ে সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় বলেছেন, “আমি নিশ্চিত করে কিছুই বলতে পারব না। আমি আসলে জানি না।” সৌরভের এক বন্ধু সঞ্জয় দাস বলেছেন, “এখনও ছবি নিয়ে কিছুই ঠিক হয়নি। কে সৌরভের চরিত্রটি করবেন, তা নিশ্চিত করতে এখনও আমাদের আরও ৮-৯ মাস সময় লাগবে। রণবীর কাপুরই সৌরভের চরিত্রে অভিনয় করবেন, এই খবরটা পুরোটাই রটনা। অন্তত এই সময় দাঁড়িয়ে এটাই আমি বলতে পারি।”